TRENDING:

Mining Mafia: গলার নলি কেটে খুন দুঁদে মহিলা আধিকারিক! বালি মাফিয়া থেকে বেআইনি খনিতে রেড, দুঃসাহসের মাসুল?

Last Updated:

পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধে ৮ থেকে সাড়ে ৮টার মধ্যে শ্বাসরোধ করে খুন করা হয় প্রতিমাকে৷ পরে কেটে দেওয়া হয় গলার নলি৷ ঘটনার ঠিক আগে সদ্য তিনি অফিস থেকে ফিরেছিলেন৷ আততায়ী প্রতিমার পরিচিত বলেই অনুমান তদন্তকারীদের৷ কারণ, অ্যাপার্টমেন্টে ঢোকার কোনও ধস্তাধস্তির চিহ্ন নদরে আসেনি৷ প্রতিমাকে অফিস থেকে তাঁর বাড়িতে পৌঁছে দিয়েছিলেন তাঁর গাড়ির চালকই৷ সোমবার তাঁকে আটক করা হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: দুঁদে আধিকারিক৷ কারওকে ভয় পেতেন না৷ তোয়াক্কা করতেন না কাউকেই৷ সেই দুঃসাহস-ই কি কাল হল? শনিবার সন্ধেবেলা অফিস ফেরার পরে বাড়িতেই রহস্যজনক ভাবে খুন হলেন কর্ণাটকের সিনিয়র জিওলজিস্ট কেএস প্রতিমা৷ তাঁর সহকর্মীরা জানিয়েছেন, গত মাসেই বেআইনি খনি ও বালি মাফিয়ার বিরুদ্ধে একের পর এক হানা চালিয়েছিলেন প্রতিমা৷ আর তার ঠিক এক মাস পরেই ভূতাত্ত্বিক আধিকারিকের এই পরিণতি৷ গোটা ঘটনা ঘিরে দানা বাঁধছে রহস্য৷
advertisement

কর্মসূত্রে দোদ্দাকল্লাসান্ধ্রার গোকুলনগরের একটি আবাসনের ১৪ তলায় একাই থাকতেন প্রতিমা৷ তাঁর স্বামী একজন স্কুলটিচার৷ ছেলেকে নিয়ে তিনি শিবমোগ্গা জেলায় থাকতেন৷ বেঙ্গালুরু থেকে ৩০০ কিলোমিটার দূরে৷ শনিবার সন্ধে থেকেই ফোন তুলছিলেন না প্রতিমা৷ পরের দিন অর্থাৎ, রবিবার তাঁর দাদা তাই তাঁর অ্যাপার্টমেন্টে বোনের খবর নিতে আসেন৷ তখনই উদ্ধার হয় আধিকারিকের দেহ৷

advertisement

আরও পড়ুন: কী ভাবে মারা যাবেন পুতিন? আয়ুই বা আর কতদিন, বলে গিয়েছেন বাবা ভাঙ্গা

পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধে ৮ থেকে সাড়ে ৮টার মধ্যে শ্বাসরোধ করে খুন করা হয় প্রতিমাকে৷ পরে কেটে দেওয়া হয় গলার নলি৷ ঘটনার ঠিক আগে সদ্য তিনি অফিস থেকে ফিরেছিলেন৷ আততায়ী প্রতিমার পরিচিত বলেই অনুমান তদন্তকারীদের৷ কারণ, অ্যাপার্টমেন্টে ঢোকার কোনও ধস্তাধস্তির চিহ্ন নদরে আসেনি৷ প্রতিমাকে অফিস থেকে তাঁর বাড়িতে পৌঁছে দিয়েছিলেন তাঁর গাড়ির চালকই৷ সোমবার প্রতিমার প্রাক্তন গাড়ি চালক সহ জনকে গ্রেফতার করা হয়েছে৷

advertisement

প্রতিমার সহকর্মী দীনেশ জানিয়েছেন, গত মাসে বেশ কয়েকটি রেড করেছিলেন প্রতিমা৷ দীনেশের কথায়, ‘‘প্রতিমা খুবই দৃঢ় চরিত্রের মহিলা ছিলেন৷ খুব সাহসীও৷ রেড হোক কী কোনও কড়া ব্যবস্থা নেওয়া৷ কিছুতেই ভয় পেত না৷ ডিপার্টমেন্টে দারুণ রেপুটেশন ছিল৷’’

আরও পড়ুন: পারমাণবিক অস্ত্রে ফের শান পুতিনের! ইউক্রেন যুদ্ধের মাঝেই রুশ নৌবহরে এল ত্রাস ‘আলেকজান্ডার’

advertisement

সরকারি সূত্রে মারফতও জানা গিয়েছে, নতুন নিয়ম মেনে গত মাসে প্রতিমাকে বেশ কয়েকটি খনি এলাকায় হানা দিতে বলা হয়েছিল৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পুলিশের দাবি, প্রতিমার প্রাক্তন চালককে সম্প্রতি কাজ থেকে বরখাস্ত করেছিল সে। সেই কারণে দু’জনকে জড়ো করে প্রতিমাকে খুন করার চক্রান্ত করে সে৷ কারণ, সে জানত প্রতিমা ফ্ল্যাটে একা থাকে৷ যদিও গোটা ঘটনার তদন্ত এখনও চলছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Mining Mafia: গলার নলি কেটে খুন দুঁদে মহিলা আধিকারিক! বালি মাফিয়া থেকে বেআইনি খনিতে রেড, দুঃসাহসের মাসুল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল