TRENDING:

Bengaluru News: ভয়ঙ্কর ঘটনা বেঙ্গালুরুতে! 'দাঁড়াও, আমরা আরবিআই অফিসার!' প্রকাশ্যে মাত্র ৩০ মিনিটে লুট ৭ কোটি টাকা!

Last Updated:

Bengaluru News: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যাশ ভ্যানটি সিএমএস লজিস্টিকস-এর ছিল এবং ভ্যানটি সেই সময় এইচডিএফসি ব্যাংকের জেপি নগর শাখার জন্য নগদ টাকা পরিবহণ করছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভয়াবহ ঘটনা বেঙ্গালুরুতে!
ভয়াবহ ঘটনা বেঙ্গালুরুতে!
advertisement

বেঙ্গালুরু: বেঙ্গালুরুর অন্যতম ব্যস্ততম এলাকা অশোকা পিলার। আর সেখানেই কিনা দিনের আলোয় ঘটে গেল দুঃসাহসিক ডাকাতি। কেন্দ্রীয় সরকারি আধিকারিক সেজে একটি এটিএম ক্যাশ ভ্যান থামিয়ে প্রায় ৭ কোটি টাকা লুঠ করে চম্পট দিয়েছে একটি অপরাধী চক্র। ঘটনার পর থেকে কার্যত স্তম্ভিত পুলিশ। প্রশ্ন উঠেছে, খাস বেঙ্গালুরু শহরের নিরাপত্তা নিয়েই

advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যাশ ভ্যানটি সিএমএস লজিস্টিকস-এর ছিল এবং ভ্যানটি সেই সময় এইচডিএফসি ব্যাংকের জেপি নগর শাখার জন্য নগদ টাকা পরিবহণ করছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা নিজেদের আয়কর দফতর এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই)র কর্মকর্তা পরিচয় দিয়ে ক্যাশ ভ্যান থামিয়ে দেয়। তারা ভ্যানের স্টাফদের জানায়, অনুমতি ছাড়া এত বিপুল অঙ্কের নগদ পরিবহণ আইনবিরোধী, তাই জরুরি নথি পরীক্ষা করতে হবে।

advertisement

আরও পড়ুন: রাজ্যপাল, রাষ্ট্রপতিকে বিল অনুমোদনের জন্য সময় বেঁধে দেওয়া যায় না, বিশদে ব্যাখ্যা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের

এই অজুহাতে দুষ্কৃতীরা ভ্যানের কর্মীদের গাড়ি থেকে নামিয়ে দেয় এবং ড্রাইভারকে নির্দেশ দেয়, ‘নথি যাচাইয়ের’ জন্য গাড়িটি সামনে নিতে। এরপরই চক্রটি পরিকল্পনা অনুযায়ী ড্রাইভারকে ডেয়ারি সার্কেলের কাছে একটি নির্জন জায়গায় নামিয়ে দেয় এবং ভ্যানের ভেতরে থাকা নগদ টাকা অন্য একটি টয়োটা ইনোভা গাড়িতে তুলে নেয়ইনোভা গাড়ির সামনে থাকা Government of India স্টিকারটিও ছিল ভুয়ো বলে পরে জানা যায়। টাকা তোলার সঙ্গে সঙ্গেই গাড়িটি দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়

advertisement

পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখে, সেই ইনোভা গাড়িটি কোলার টোল প্লাজা পেরিয়ে গেছে। তবে গাড়িটির নম্বরপ্লেটটি নকল, যা তদন্তকে আরও জটিল করছে। পুলিশের ধারণা, পুরো অপারেশনটি ছিল সূক্ষ্মভাবে পরিকল্পিত, এবং চক্রটির সদস্যরা নগদ পরিবহণের রুট এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আগেই তথ্য জোগাড় করেছিল।

advertisement

বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার সীমন্ত কুমার সিং জানান, প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে প্রায় ৭ কোটি টাকার লুঠ হয়েছে। সঠিক পরিমাণ যাচাই করা হচ্ছে। আমরা একাধিক বিশেষ দল তৈরি করেছি এবং তারা মাঠে নেমে তদন্ত চালাচ্ছে। দুই জন ডি.সি.পি., একজন জয়েন্ট কমিশনার এবং বিভিন্ন টেকনিক্যাল ইউনিট একসঙ্গে কাজ করছে। খুব দ্রুতই আমরা পুরো চক্রকে শনাক্ত করতে পারব।

তদন্তে আরও উঠে এসেছে, একটি মারুতি জেন গাড়িও এই অপরাধে ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ। ধারণা করা হচ্ছে, পালানোর সময় বিভ্রান্তি তৈরি করতে দলটি একাধিক গাড়ি ব্যবহার করেছে। এদিকে এই ঘটনার পর নগদ পরিবহণকারী সংস্থা ও ব্যাংকগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সরকারি আধিকারিক সেজে অপরাধ ঘটানোর ঘটনাটি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং নজরদারির অভাবকে সামনে এনে দিয়েছে

সেরা ভিডিও

আরও দেখুন
হাতেকলমে 'অন্নদাতার' পাঠ, ভাতের থালার পেছনের ১২০ দিনের লড়াই দেখল পড়ুয়ারা
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru News: ভয়ঙ্কর ঘটনা বেঙ্গালুরুতে! 'দাঁড়াও, আমরা আরবিআই অফিসার!' প্রকাশ্যে মাত্র ৩০ মিনিটে লুট ৭ কোটি টাকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল