TRENDING:

Bengaluru Rain: বিপর্যস্ত বেঙ্গালুরু! এ বার বৃষ্টির জলের স্রোতে নালায় ভেসে যাওয়া যুবকের দেহ উদ্ধার ৫ কিমি দূরে

Last Updated:

Bengaluru Rain: এ বার ৩২ বছর বয়সি এক যুবক ভেসে গেলেন নালায়৷ মূলত বৃষ্টির জল বয়ে যাওয়ার জন্যই তৈরি করা হয়েছিল ওই চওড়া নালা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু : বিপর্যয় পিছু ছাড়ছে না বেঙ্গালুরুর৷ এ বার ৩২ বছর বয়সি এক যুবক ভেসে গেলেন নালায়৷ মূলত বৃষ্টির জল বয়ে যাওয়ার জন্যই তৈরি করা হয়েছিল ওই চওড়া নালা৷ যেদিন জলপূর্ণ আন্ডারপাসে প্রাণ হারান ২২ বছরের তথ্যপ্রযুক্তি তরুণী, সেদিনই নিখোঁজ হয়ে যান এই যুবক৷ পুলিশের ধারণা, লোকেশ নামের ওই যুবক ঝুঁকে পড়ে নালায় জলের গভীরতা মাপার চেষ্টা করছিলেন৷ সে সময়ই অসবাধানতায় পড়ে যান৷ কিন্তু এই দাবি অস্বীকার করেছে তার বাড়ির লোক৷ তাঁদের দাবি, পা হড়কে নালায় পড়ে যাওয়ার পর ভেসে যান লোকেশ৷
বিপর্যয় পিছু ছাড়ছে না বেঙ্গালুরুর (ফাইল ছবি)
বিপর্যয় পিছু ছাড়ছে না বেঙ্গালুরুর (ফাইল ছবি)
advertisement

প্রসঙ্গত পুলিশের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, কেম্পাপুরা অগ্রাহারা এলাকায় ওই নালায় পড়ে যান লোকেশ৷ তাঁর নিথর দেহ উদ্ধার হয়েছে দুর্ঘটনাস্থ থেকে ৫ কিমি দূরে মাইসুরু রোডে বাইতারাইয়ানাপুরা এলাকা থেকে৷ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে কেমপাপুরা থানায়৷

লোকেশের মতো ভানুরেখার জীবনও কেড়ে নিয়েছে বেঙ্গালুরুর ভারী বর্ষণ৷ ২২ বছর বয়সি ভানুরেখা কিছু দিন আগেই যোগ দিয়েছিলেন চাকরিতে৷ আন্ডারপাসের নীচে জমা জলে গাড়ি আটকে যাওয়ায় প্রাণ হারান এই তথ্যপ্রযুক্তি কর্মী৷ রবিবার পরিবারের আরও ৫ সদস্যের সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন তিনি৷ কিন্তু, কিছুক্ষণ পরেই প্রবল বৃষ্টি৷ ভারী বৃষ্টিতে বেঙ্গালুরুর একাধিক রাস্তায় জল জমে যায়৷ বিধান সৌধের কাছে থাকা কে আর সার্কেল আন্ডারপাসও ছিল জলমগ্ন৷ সেখানেই আটকে যায় ভানুরেখার গাড়ি৷ ধীরে ধীরে গলা পর্যন্ত উঠে আসে বৃষ্টির নোংরা জমা জল৷

advertisement

আরও পড়ুন :  দুর্ঘটনার পর শূন্য থেকে শুরু, মাউন্ট এভারেস্ট জয়ের পর হিমালয়ের কোলেই চিরতরে ঘুমিয়ে পড়লেন পর্বতারোহী

সেরা ভিডিও

আরও দেখুন
ঘন কুয়াশার সুযোগে দুষ্কৃতীদের গা ঢাকা দেওয়ার দিন শেষ! সীমান্তে পুলিশের বড় পদক্ষেপ
আরও দেখুন

আশপাশের লোকজন দুর্ঘটনা দেখতে পেয়ে দ্রুত খবর দেয় প্রশাসনকে৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও অন্য আপদকালীন বাহিনীর দল৷ দড়ি দিয়ে বেঁধে, টেনে, জল ঠেলে আন্ডারপাসের নীচ থেকে বের করে নিয়ে আসা হয় ভানুদের গাড়িটিকে৷ দ্রুত ভানু সহ তাঁর পরিবারের ৫ জনকে সেন্ট মার্থা হাসপাতালেও ভর্তি করানো হয়৷ কিন্তু, ভানুরেখাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru Rain: বিপর্যস্ত বেঙ্গালুরু! এ বার বৃষ্টির জলের স্রোতে নালায় ভেসে যাওয়া যুবকের দেহ উদ্ধার ৫ কিমি দূরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল