মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর জে পি নগর এলাকায়৷ মৃত ওই দম্পতির নাম কৃষ্ণমূর্তি (৮১) এবং তাঁর স্ত্রী রাধা (৭৪)৷ ওই দম্পতির ছেলে বিজয় স্বীকার করেছেন, গত ১৫ মে তিনি তাঁর বাবা মাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে যান৷ ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রান্না নিয়ে পুত্রবধূর সঙ্গে নিয়মিত অশান্তি হত ওই দম্পতির৷ পুত্রবধূর রান্নার ধরন পছন্দ ছিল না তাঁদের৷ সেই অশান্তি থামাতেই বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছিলেন বৃদ্ধের ছেলে৷
advertisement
তবে এই প্রথম নয়, ২০২১ সালেও একবার বিজয় তাঁর বাবা-মাকে বেঙ্গালুরুর অন্য একটি বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছিলেন৷ কিন্তু ২০২৩ সালে বাবা মাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান তিনি৷ তার পরেও বাড়িতে অশান্তি বন্ধ হয়নি৷ এবার মাসিক ৭৫০০ টাকার বিনিময়ে বাবা-মাকে জে পি নগরের ওই বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করেন বিজয়৷
ওই বৃদ্ধাশ্রমের সুপারভাইজার জানিয়েছেন, প্রবীণ ওই দম্পতির মধ্যে তাঁরা কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করেননি৷ সোমবার বিকেলও টিভিতে স্ত্রীর পছন্দের সিরিয়াল চলবে না কি তাঁর পছন্দের ভক্তিমূলক গান চলবে, তা নিয়ে রাধার সঙ্গে কথা কাটাকাটি হয় কৃষ্ণমূর্তির৷ এর পর ওই দম্পতি নিজেদের ঘরে চলে যান৷
মঙ্গলবার সকালে ওই দম্পতি দরজা না খোলায় দরজা ভেঙে ভিতরে ঢোকেন হোটেলের কর্মীরা৷ তখনই দরজা ভেঙে ভিতরে ঢুকে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ খবর দেওয়া হয় পুলিশে৷
বৃদ্ধাশ্রমের কর্মীদের মতে, টিভি দেখা নিয়ে বিবাদ তাৎক্ষণিক কারণ হলেও দীর্ঘদিন ধরে মনে জমে থাকা অভিমান এবং পরিবারের থেকে আলাদা হয়ে যাওয়ার যন্ত্রণা থেকেই হয়তো এই চরম সিদ্ধান্ত নিয়েছেন ওই প্রবীণ দম্পতি৷