TRENDING:

বিষাক্ত প্লাস্টিকে তৈরি ফুটপাথ, আসবাব! সৌজন্য বাঙালি গবেষক

Last Updated:

গবেষক বলছেন, এভাবেই একটু একটু করে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা হোক অসুর প্লাস্টিককে। তবেই বাঁচবে সভ্যতা। সবুজ , সুন্দর হয়ে উঠবে পরিবেশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোয়েম্বাটোর:  সিঙ্গল ইউজ প্লাস্টিক বন্ধে দেশ জুড়ে উদ্যোগ। প্লাস্টিক মাটিতে মেশে না। তার জেরেই যত দূষণ। বিষাক্ত সেই প্লাস্টিকেই এখন তৈরি হচ্ছে বিভিন্ন ধরণের ফুটপাথ ও রুফ টাইলস, আসবাবপত্র। কোয়েম্বাটুরের অমৃতা বিশ্ববিদ্যালয়ের বাঙালি গবেষকের চেষ্টায় অসুর প্লাস্টিক এখন আশীর্বাদ।
advertisement

প্লাস্টিক। ছোট্ট এই শব্দই এখন পরিবেশবিদ ও বি‍জ্ঞানীদের মাথা ব‍্যথার বড় কারণ। কারণ, প্লাস্টিক পচনশীল নয়। মাটিতে মিশে যায় না। এর জেরে বছরের পর বছর তা পরিবেশে দূষণের বিষ ছড়ায়। এর মোকাবিলার উপায় খুঁজছেন শান্তনু ভৌমিক। কোয়েম্বাটুরের অমৃতা বিশ্ববিদ্যালয়ের গবেষক ও রিসার্চ হেড।

পঞ্চাশ মাইক্রনের কম পুরু একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সবচেয়ে ক্ষতিকারক। অথচ এই প্লাস্টিক রিসাইকেল করেই শান্তনু ভৌমিক তৈরি করেছেন টাইলস, আসবাব। যা ওজনে হালকা। টেকসই। লক্ষ ক্লিন ও গ্রিন ইন্ডিয়া। গবেষকের ছাত্ররা নিজেরাই শিল্প গড়ে তুলেছেন। বাড়ছে কর্মসংস্থান। কথা চলছে বিভিন্ন সংস্থার সঙ্গেও। গবেষকের পরবর্তী টার্গেট ভারতীয় সেনা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গবেষক বলছেন, এভাবেই একটু একটু করে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা হোক অসুর প্লাস্টিককে। তবেই বাঁচবে সভ্যতা। সবুজ , সুন্দর হয়ে উঠবে পরিবেশ।

বাংলা খবর/ খবর/দেশ/
বিষাক্ত প্লাস্টিকে তৈরি ফুটপাথ, আসবাব! সৌজন্য বাঙালি গবেষক