পথ দেখিয়েছে উত্তরপ্রদেশ। মেরুকরণ এখন হাতে গরম ইস্যু। উত্তরপ্রদেশ হলে পশ্চিমবঙ্গেই বা হবে না কেন? ভাবনাটা ছড়িয়েছে রাজ্য বিজেপির অন্দরে। রাজ্যে সংগঠন বাড়ানোর বিভিন্ন উদ্যোগ মুখ থুবড়ে পড়েছে। শীর্ষস্তরের নেতা এনেও লাভ হয়নি। মেরুকরণের সেই ফর্মুলা এরাজ্যেও প্রয়োগ করলে কি ফল ভালো হবে? এ ব্যাপারে স্পষ্টতই দুভাগ রাজ্য বিজেপি।
মেরুকরণের পথে হাঁটার পক্ষে উঠে আসছে বেশ কিছু যুক্তি।
advertisement
সারদার মতো ইস্যুতে প্রচারে কাজ হয়নি
রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার প্রচারেও সাফল্য মেলেনি
কৌশল বদলে তাই মেরুকরণের ভাবনা
সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনাকে হাতিয়ার করে মেরুকরণের কৌশল
তৃণমূলের তোষণ নীতিকে হাতিয়ার করেই মেরুকরণের পথ তৈরি করা সম্ভব
দলিত ও সংখ্যাগরিষ্ঠ ভোটকে একত্রিত করা
সংখ্যালঘু ভোটেও ভাগ বসানো
পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ নয়। এরাজ্যে উত্তরপ্রদেশ ও মেরুকরণে কতটা লাভ হবে সে ব্যাপারে সন্দিহান দলেরই অন্য একটি অংশ।
আগামী লোকসভায় ক্ষমতায় ফিরতে এরাজ্যে যতবেশি সম্ভব আসন চান বিজেপি নেতৃত্ব। নরেন্দ্র মোদি - অমিত শাহদের তাই বার্তা, বঙ্গে পদ্মফুল ফোটাতেই হবে। কিন্তু কিভাবে? সেটা নিয়ে চিন্তাভাবনা করতে গিয়েই সামনে এসেছে মেরুকরণ বিতর্ক। দলের অন্য একটি অংশ আবার বলছে, মেরুকরণ করতে হলেও তা বুথস্তর পর্যন্ত সংগঠন প্রয়োজন। আগে তো সেটুকু করে হোক। তারপর না হয় কৌশল নিয়ে কথা।