প্রধানমন্ত্রী চার্লস মাইকেল রবিবার একটি সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন যে কয়েকজন ব্যক্তি একই সঙ্গে ব্রাসেলসের বিভিন্ন জায়গায় হামলা চালাতে পারে ৷ মাইকেল জানান ঘনবসতিপূর্ণ এলাকায় জঙ্গি হামলা হতে পারে বলে সরকারের কাছে খবর রয়েছে ৷ তিনি বলেন, প্যারিস হামলার একমাত্র জীবিত জঙ্গি সালাহ আবদেসলামকে আটক করার জন্যই এই অভিযান চালানো হয়েছে ৷ এছাড়া আরও কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷ ফ্রান্সের এক প্রাক্তন গোয়েন্দা আধিকারিক এদিন জানান, আবদেসলাম-এর পাশাপাশি আরও ১০ জনকে খুঁজছে পুলিশ ৷ তাদের কাছে প্রচুর পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক রয়েছে বলে জানা গিয়েছে ৷ অনুমান করা হচ্ছে, প্যারিস হামলার পর বেলজিয়ামে আশ্রয় নিয়েছে ওই জঙ্গিরা ৷ সম্ভাব্য হামলার হুমকির কথা মাথায় রেখেই নাগরিকদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে ব্রাসেলসের মার্কিন দূতাবাস ৷ শহরের কোথাও কোনও রকম জনসভা করতে নিষেধ করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী মাইকেল আগেই ঘোষণা করেছিলেন যে সোমবারও দেশে রেড অ্যালার্ট জারি থাকবে ৷ বন্ধ থাকবে স্কুল-কলেজ ও মেট্রো স্টেশনগুলি ৷
advertisement