advertisement
আরও পড়ুন: বড় খবর! লাখ-লাখ যাত্রীর জন্য বিরাট সুখবর দিল রেল, না জানলেই পস্তাবেন!
সেনা সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরে আগামী দ্বিতীয় দফার নির্বাচনের জন্য একটি বাস বাদগামের পাশ দিয়ে যাচ্ছিল। সেই সময় ওয়াটারহালের ব্রেলের কাছে চাকা পিছলে যায় ফলে রাস্তা থেকে সরাসরি বাসটি গিরিখাতে গিয়ে পড়ে। আগামী ২৫ সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরে বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচন। কিন্তু, ঠিক তার আগেই এই ঘটনায় এলাকায় রীতিমত শোকের ছায়া।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত…! ৫ রাজ্য কাঁপাবে ভারী বৃষ্টি! দুর্যোগ বাংলায়?
চার মৃত জওয়ানের নাম প্রকাশ করা হয়েছে। তাঁরা হলেন, দয়ানন্দ, রাম আজাদিয়া সিং, সুখবাসী লাল। সংবাদসংস্থা সূত্রে খবর, আহত জওয়ানদের অবস্থা অত্যন্ত গুরুতর বলেই জানানো হয়েছে সেনার পক্ষ থেকে। এই ঘটনায় একজন ড্রাইভারও এই ঘটনায় আহত হয়েছেন। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।