TRENDING:

লাল বাক্সে ভরা ৮ বছরের বাচ্চার দেহ..চোখ উপড়ানো, মাথার নীচে রাখা বালিশ, সঙ্গে চিপস! দিল্লির কাছে বীভৎস হত্যাকাণ্ড

Last Updated:

উত্তরপ্রদেশের বরেলিতে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, একটি শিশুর দেহ উদ্ধার হয় দিল্লি-লখনউ হাইওয়ের ধারে নাকাটিয়া ব্রিজের ধারে। একটি লাল বাক্সে ভরা অবস্থায় গত ২ ডিসেম্বর ভোরে উদ্ধার হয় এই দেহটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বরেলি: উত্তরপ্রদেশের বরেলিতে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, একটি শিশুর দেহ উদ্ধার হয় দিল্লি-লখনউ হাইওয়ের ধারে নাকাটিয়া ব্রিজের ধারে। একটি লাল বাক্সে ভরা অবস্থায় গত ২ ডিসেম্বর ভোরে উদ্ধার হয় এই দেহটি।
শিশুর হত্যা ঘিরে বাড়ছে রহস্য
শিশুর হত্যা ঘিরে বাড়ছে রহস্য
advertisement

স্থানীয়রা দেহ উদ্ধার করতে গিয়ে স্তম্ভিত হয়ে যান। জানা গিয়েছে এতটাই নৃশংসভাবে হত্যা করা হয়েছিল ওই শিশুটিকে। জানা গিয়েছে, এক ব্যক্তি নদীর ধার দিয়ে যাওয়ার সময় একটি রহস্যজনক বাক্স দেখতে পান। সেই বাক্স খুলতেই সবাই হতচকিত হয়ে যান।

বরেলির ইজ্জতনগরের পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, ফরেনসিক দল এবং সিনিয়র আধিকারিকরা এবং এসপি ঘটনাস্থলে উপস্থিত হন। এই তদন্ত শুরু হতেই পদে পদে আরও স্তম্ভিত হয়ে যান আধিকারিকরা।

advertisement

জানা গিয়েছে, ৮ থেকে ১০ বছরের এক শিশুর দেহ বাক্সে ভরে রাখা ছিল। তাঁর মাথার তলায় একটি বালিশ রাখা ছিল। এছাড়াও, শিশুর ওই মৃতদেহের সঙ্গে চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট এবং বিভিন্ন খাবারের সামগ্রী রাখা ছিল। পুলিশ আধিকারিকরা মনে করছেন এই সমস্ত খাবার দিয়ে খুনি বোঝাতে চেয়েছে শিশুটিকে খাবারের লোভ দেখিয়েই তারপর হত্যা করা হয়েছে।

advertisement

এছাড়াও, পুলিশ জানতে পেরেছে শিশুটির বাঁ চোখ উপড়ানো ছিল। ফলে আধিকারিকরা মনে করছেন প্রবল নির্যাতন করেই তারপর হত্যা করা হয় শিশুটিকে। পুলিশ আরও জানতে পেরেছে শিশুর গলায় আঁচড়ের দাগ পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেছেন।

এই ঘটনার প্রেক্ষিতে যুগ্ম এসপি মানুশ পারেখ জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে এটা খুনই মনে হচ্ছে। কিন্তু, ময়নাতদন্তের রিপোর্টেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

advertisement

এই ঘটনার প্রেক্ষিতে পুলিশের সুপারিন্টেনডেন্ট অনুরাগ আর্য এই ঘটনায় অপহরণ, হত্যা এবং অন্যান্য বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
বোলপুর তো অনেকবার এসেছেন, জানেন কী এই জায়গার আগের নাম কী ছিল!
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
লাল বাক্সে ভরা ৮ বছরের বাচ্চার দেহ..চোখ উপড়ানো, মাথার নীচে রাখা বালিশ, সঙ্গে চিপস! দিল্লির কাছে বীভৎস হত্যাকাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল