TRENDING:

EXCLUSIVE: ‘চোখের সামনে ১২০ জন কয়েদির গর্দান.....’

Last Updated:

কারাগারের ওপারের জীবনটা কেমন? মুক্ত জীবন হারিয়ে অন্ধকার কারাগারে কেমন ভাবে জীবন কাটান কয়েদিরা ? উঁচূ দেওয়াল দেওয়া বিল্ডিং, চারিদিকে সশস্ত্র প্রহরার মধ্যে গরাদের ভিতর কীভাবে সাজা কাটছে হাজার হাজার কয়েদিরা ৷ জেলের ভিতরের জীবনটা যে কতটা বেদনাদায়ক ও কতটা নির্মম তা কিন্তু সাধারণ মানুষের কল্পনারও বাইরে ৷ জেলের ভিতরের জীবনটা যে কতটা মর্মান্তিক তারই ছবি তুলে ধরেছে মহম্মদ রফিক নামে এক কয়েদি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বরেলি: কারাগারের ওপারের জীবনটা কেমন? মুক্ত জীবন হারিয়ে অন্ধকার কারাগারে কেমন ভাবে জীবন কাটান কয়েদিরা ? উঁচূ  দেওয়াল দেওয়া বিল্ডিং, চারিদিকে সশস্ত্র প্রহরার মধ্যে গরাদের ভিতর কীভাবে সাজা কাটছে হাজার হাজার কয়েদিরা ৷ জেলের ভিতরের জীবনটা যে কতটা বেদনাদায়ক ও কতটা নির্মম তা কিন্তু সাধারণ মানুষের কল্পনারও বাইরে ৷ জেলের ভিতরের জীবনটা যে কতটা মর্মান্তিক তারই ছবি তুলে ধরেছে মহম্মদ রফিক নামে এক কয়েদি ৷
advertisement

মহম্মদ রফিক বেশ কয়েকদিন সৌদি আরবের একটি জেলে বন্দি ছিলেন ৷ দেশে ফিরে সেখানকার জেলের ভিতরের কাটা দিনগুলির অভিজ্ঞতার কথা একটি বিশেষ সাক্ষাৎকারে জানালেন প্রদেশ ১৮ কে ৷ সাক্ষাতকারে তিনি জানান, সৌদির ওই জেলে ৪০টি দেশের হাজার হাজার কয়েদি বন্দি ছিল ৷ বন্দিদের উপর জেলের ভিতরে অকত্য অত্যচার করা হত ৷ কারণ অকারণে তাদের বেধড়ক মারধর করা হত ৷ যাদের শাস্তির মেয়াদ শেষ হয়ে যেত তাদের খোলা মাঠে নিয়ে গিয়ে শিরচ্ছেদ করা হত ৷ মহম্মদ জানান চার বছরে তার সামনে এই ভাবে শরিয়ত নিয়ম অনুযায়ী ১২০ জন কয়েদিকে হত্যা করা হয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

রফিক জানান ২০১২ সালের ১৫ জুন গাইড হিসেবে একটি দলকে উমরার জন্য নিয়ে যাচ্ছিল ৷ কিন্তু ওই দলের কিছু ব্যক্তি আফিন জাতীয় দ্রব্য নিয়ে যাচ্ছিল ৷ বিমানবন্দরে তা ধরা পড়লে মহম্মদ ওই গ্রুপের গাইড হওয়ায় তাকেও গ্রেফতার করে পুলিশ৷ ওখানকার স্থানীয় আদালতে তাকে পেশ করা হলে আদালত মহম্মদকে ছ’মাসের ও বাকিদের ৫ বছরের কারাদন্ডের নির্দেশ দেয় ৷ কিন্তু তা সত্ত্বেও রাফিককে চার বছর জেলে বন্ধ করে রাখা হয় ৷ কিছু দিন আগে সৌদিতে ভারতীয় বন্দিদের ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ ৷ সেই অনুযায়ী ২৭ মার্চ ২০১৬ রফিক-সহ তিন জনকে ছেড়ে দেওয়া হয় ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
EXCLUSIVE: ‘চোখের সামনে ১২০ জন কয়েদির গর্দান.....’