TRENDING:

আমেরিকাকে আক্রমণ করলে ফল ভুগতে হবে: ওবামা

Last Updated:

প্রেসিডেন্ট পদে এটাই তাঁর শেষ বছর ৷ উল্টো দিকে মার্কিন প্রেসিডেন্ট পদে লড়াইয়ে একেবারে তৈরি ডোনাল্ড ট্রাম্প ৷ তাতে কি? মঙ্গলবার বিদায়ী ভাষণে ওয়াইট হাইজের অন্দরে চেনা অবতারে মার্কিন প্রেডিডেন্ট বারাক ওবামা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়াশিংটন: প্রেসিডেন্ট পদে এটাই তাঁর শেষ বছর ৷ উল্টো দিকে মার্কিন প্রেসিডেন্ট পদে লড়াইয়ে একেবারে তৈরি ডোনাল্ড ট্রাম্প ৷ তাতে কি? মঙ্গলবার বিদায়ী ভাষণে ওয়াইট হাইজের অন্দরে চেনা অবতারে মার্কিন প্রেডিডেন্ট বারাক ওবামা ৷ উচ্চ সুরে, স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা ৷ আমেরিকাকে আক্রমন করলে ফল ভুগতে হবে ৷ আইএসআইএস খুনী বাহিনী একযোগে এদের খতম করতেই হবে ৷’ তবে একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিরোধী মন্তব্যেকেও সমালোচনা করেন ওবামা ৷
advertisement

এদিন বিদায়ী ভাষণে ওবামা মন্তব্য করেন, ‘কোনও মার্কিন প্রেসিডেন্টের কথায় মুসলিম বিদ্বেষ ধরা পড়লে, গোটা বিশ্বের কাছে আমরা ছোট হয়ে যাই ৷ এত আমাদের লক্ষ্যের কাছে পৌঁছানোটা কঠিন হয়ে পড়ে ৷ এধরণের মন্তব্য আমাদের নিরাপত্তা বাড়ায় না ৷ আমার মনে, বিশ্বে এক নম্বর থাকতে হলে রাজনীতিকের মনটা অনেক বড় করতে হয়, নির্ভয় হয়ে থাকতে হয় ৷ ব্যক্তিগত আক্রমণ প্রেসিডেন্টের কাজ নয় ৷’ সঙ্গে ওবামা বলতে ভোলেন না, তৃতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করাটা ঠিক হচ্ছে না। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে আমেরিকাকে হুমকি দিয়েছে আল কায়েদা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
আমেরিকাকে আক্রমণ করলে ফল ভুগতে হবে: ওবামা