মোদিকে ওবামা ঘুমের উপকারিতা নিয়ে কয়েকটি পরামর্শও দিয়েছিলেন৷ বলিউড অভিনেতাকে দেওয়া সাক্ষাত্কারে মোদি বলেন, 'যখন প্রেসিডেন্ট ওবামা আর আমার দেখা হয়েছিল, আমার ঘুমের ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ওবামা৷ উনি আমায় জিগ্গেস করেছিলেন, কেন আমি এত কম ঘুমোই৷ ওবামা জানতেন, মোদি ওয়ার্কোহলিক৷ ওবামা বেশ উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, কেন এত কাজ করেন? আপনি এখন বুঝতে পারবেন না, কিন্তু আপনার কাজের নেশা হয়ে গিয়েছে৷ আপনি কাজ করে যাচ্ছেন৷ খুব ভালো৷ কিন্তু নিজের ক্ষতিও করছেন৷'
মোদির কথায়, 'ওবামা আমার খুব ভালো বন্ধু৷ ওঁর সঙ্গে যখনই দেখা হয়েছে, আমায় কাজ কম করে বেশি করে ঘুমোতে বলেছেন৷' প্রসঙ্গত, মোদি-ওবামারপ বন্ধুত্ব নিয়ে এক সময় গোটা বিশ্বেই চর্চার বিষয় ছিল৷ ২০১৬ সালে হোয়াইট হাউসে দ্বিতীয় বার গিয়েছিলেন মোদি৷ সেই সময় নিউ ইয়র্ক টাইমস-সহ একগুচ্ছ মার্কিন মিডিয়া মোদি ও ওবামার বন্ধুত্ব নিয়ে আলোচনা তুঙ্গে ছিল৷