ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, ১২ অগাস্ট মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ ১৩ তারিখ রবিবার ও ১৪ তারিখ সোমবার জন্মাষ্টমী উপলক্ষ্যে ব্যাঙ্ক কর্মচারীদের ছুটি ৷ মঙ্গলবার ১৫ অগাস্ট- স্বাধীনতা দিবসে বন্ধ থাকবে ব্যাঙ্কের সমস্ত পরিষেবা ৷ অথার্ৎ টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ টাকা তোলা থেকে যেকোনও প্রকার ট্রানজকশন, কোনও কিছুই হবে না এই ৪ দিন।
advertisement
এছাড়াও ২৫ অগাস্ট শুক্রাবর গণেশ চর্তুর্থী, ২৬ অগাস্ট মাসের চতুর্থ শনিবার ও ২৭ অগাস্ট রবিবার হওয়ায় ফের টানা তিনদিন বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি ৷
তাই জরুরী কাজকর্মগুলি ফেলে না রেখে এখনই সেরে নিন ৷ নাহলে সমস্যায় পড়বেন আপনি নিজেই ৷ এটিএমগুলিতেও টাকা শেষ হয়ে যেতে পারে ৷ তাই টাকা তুলতে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা বলে আশঙ্কা করা হচ্ছে ৷ তবে গ্রাহকদের যাতে কোনও অসুবিধার সম্মুখিন হতে না হয়, তার জন্য সমস্ত এটিএমগুলি পুরো ভর্তি রাখা হবে বলে আশ্বাস দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷