TRENDING:

Bangladesh National Anthem Controversy: ‘এতো স্পষ্ট ইঙ্গিত! বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইছে...,’ কংগ্রেসকে তুলোধনা বিজেপির! ম্যাপে সেভেন-সিস্টারের পরে কী করে? উত্তর দিলেন গগৈ

Last Updated:

বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, বাংলার মাটির সঙ্গে বাঙআলির নাড়ির টান উদযাপিত হয়েছে রবি ঠাকুরের এই রচনায়৷ এপাড়, ওপাড় দুই বাংলার মানুষের কাছেই এই গান বড় কাছের৷ অসমের শ্রীভূমি জেলা, যা আগে করিমগঞ্জ নামে পরিচিত ছিল, সেটি বাংলাদেশের সীমান্ত সংলগ্ন৷ বরাক উপত্যকার এই অংশটি বাঙালি অধ্যুষিত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

গুয়াহাটি: অসম কংগ্রেসের জেলা পর্যায়ের একটি দলীয় বৈঠকে এক প্রবীণ কংগ্রেস নেতার গান গাওয়া নিয়ে এবার জোর বিতর্ক৷ সম্প্রতি অসমের শ্রীভূমি জেলার কংগ্রেস কার্যালয়ের একটি ভিডিও সামনে এসেছে৷ সেখানে দেখা যাচ্ছে বৈঠকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ গানটি গাইছেন এক প্রবীণ কংগ্রেসকর্মী৷ সেই প্রসঙ্গ উল্লেখ করেই সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছে বিজেপিবিজেপি-র দাবি, কংগ্রেসের ‘বাংলাদেশ প্রীতি’ দেখার মতোবিজেপি-র কথায়, যে বাংলাদেশ উত্তর-পূর্ব ভারতকে নিজের মানচিত্রের মধ্য ঢুকিয়ে ভারত বিরোধী বার্তা দিতে চায়, সে দেশেরই জাতীয় সঙ্গীত ভারতে বসে গাইছেন কংগ্রেসকর্মী

advertisement

গত ২৭ অক্টোবর অসমের শ্রীভূমি জেলার ইন্দিরা ভবনে তোলা ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, কংগ্রেস নেতা বিধুভূষণ দাস বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইছেন৷ কংগ্রেস সেবাদলের কার্যকরী কমিটির মিটিংয়ে গানটি গাওয়া হয়েছিল বলে জানা গিয়েছে

advertisement

আরও পড়ুন: খাস কলকাতায় উদ্ধার তাড়া তাড়া নোট…কোটি পার! গোনা চলছে এখনও, ইডি-র তল্লাশি তারাতলায়

সেই ভিডিয়ো কথা উল্লেখ করে বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু পাল দাবি করেন, ‘কংগ্রেস সব সময় বাংলাদেশ ও বাংলাদেশিদের প্রতি সহানুভূতিশীল’৷

advertisement

advertisement

অসমের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “বাংলাদেশের জাতীয় সঙ্গীত “আমার সোনার বাংলা” অসমের শ্রীভূমিতে কংগ্রেসের সভায় গাওয়া হয়েছে সেই দেশ যারা উত্তর-পূর্ব ভারতকে ভারতের থেকে আলাদা করতে চায়! সেই দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে ভারতের মাটিতে দাঁড়িয়ে৷ এখন এটা স্পষ্ট যে, কংগ্রেস কেন কয়েক দশক ধরে অসমে অবৈধ অনুপ্রবেশের অনুমতি দিয়ে এসেছে এবং উৎসাহিত করেছে ভোট-ব্যাঙ্কের রাজনীতির জন্য রাজ্যের জনসংখ্যা তথা ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন এনে “বৃহত্তর বাংলাদেশ” তৈরি করতে চেয়েছে

অসম বিজেপির দাবি, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশি বংশোদ্ভূতদের তোষণ করতেই কংগ্রেস এই গান গেয়েছে

আরও পড়ুন :‘ভারতের হয়ে নোংরা খেলা খেলছে..,’ নিজেরা পারছে না, দোষ নয়াদিল্লির! পাকিস্তানের মন্ত্রীর ফের দাবি

অন্যদিকে, একদম ভিন্ন ব্যাখ্যা উঠে এসেছে কংগ্রেসের তরফেও৷ কংগ্রেস সাংসদ গৌরব গগৈ পাল্টা বিজেপি-কে কটাক্ষ করে জানিয়েছেন, বিজেপি কোনও ঐতিহাসিক ও সাংস্কৃতিক আবেগ বোঝে না৷ তিনি বলেছেন, ‘‘বিধুভূষণ দাস, আমাদের দলের ৮০ বছরের প্রবীণ নেতা, রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ সৃষ্টি ‘আমার সোনার বাংলা’ গানটি গেয়েছেনদুর্ভাগ্যবশত বিজেপি-র সেল গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত, মুসলিম গোষ্ঠীর গান বলে বিরূপ প্রচার করছে৷ এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা৷ রবীন্দ্রনাথ একজন নোবেলজয়ী ও ভারতের মহান কবিদের মধ্যে অন্যতম৷ আমরা আমাদের যৌথ সাহিত্যগত ঐতিহ্য মেনে নিতে পারিনা৷ আমরা কেন বাংলা গান গাইতে পারব না?’’

প্রসঙ্গত, ‘আমার সোনার বাংলা’ গানটি ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় বাংলা বিভাজনের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে রচনা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর৷ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সে সময় দ্রুত ছড়িয়ে পড়ে এবং ১৯১১ সালে তা রদ করতে বাধ্য হয় তৎকালীন ব্রিটিশ প্রশাসন৷ ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান পরিচয় ঘুচিয়ে বাংলাদেশ জন্ম নেওয়ার পরে সে দেশ রবি ঠাকুরের এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করে৷ গানটি লেখআর প্রায় ৭০ দশক পরে৷

বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, বাংলার মাটির সঙ্গে বাঙআলির নাড়ির টান উদযাপিত হয়েছে রবি ঠাকুরের এই রচনায়এপাড়, ওপাড় দুই বাংলার মানুষের কাছেই এই গান বড় কাছের৷ অসমের শ্রীভূমি জেলা, যা আগে করিমগঞ্জ নামে পরিচিত ছিল, সেটি বাংলাদেশের সীমান্ত সংলগ্ন৷ বরাক উপত্যকার এই অংশটি বাঙালি অধ্যুষিত৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bangladesh National Anthem Controversy: ‘এতো স্পষ্ট ইঙ্গিত! বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইছে...,’ কংগ্রেসকে তুলোধনা বিজেপির! ম্যাপে সেভেন-সিস্টারের পরে কী করে? উত্তর দিলেন গগৈ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল