সর্বদলীয় বৈঠক শেষে জানানো হয়েছে, ওখানে বর্তমানে ২০০০০ মতো ভারতীয় রয়েছেন। তবে ভারত সরকার মনে করছে, এখনই সেখানে এমন পরিস্থিতি নেই যে ভারতীয়দের ফিরিয়ে আনতে হবে। প্রসঙ্গত, ইতিমধ্যেই ৮০০০ ভারতীয় পড়ুয়া বাংলাদেশ থেকে দেশে ফিরে এসেছেন বলে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের জানিয়েছে সরকার। এখনই শেখ হাসিনা সম্পর্কেও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি সরকারের তরফে — এমনটাই কেন্দ্রের তরফে জানানো হয় সর্বদল বৈঠকে।
advertisement
সূত্রের খবর, বিরোধীরাও জানিয়েছেন- এ বিষয়ে আমরা সরকারের সঙ্গে আছি। তবে বাংলাদেশ ইস্যুতে সংসদে কোনও আলোচনা হবে বলে সরকার জানায়নি। কেন্দ্রের তরফে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, “সীমান্ত পরিস্থিতি উদ্বেগজনক নয়। আমাদের পর্যাপ্ত চেক পয়েন্ট আছে।”
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 06, 2024 12:11 PM IST