বেঙ্গালুরুতে চলছে করোনার র্যান্ডম টেস্ট। আর সেখানেই জোর করে টেস্ট করতে বাধ্য করা হচ্ছে পথচলতি মানুষকে। স্বাস্থ্যকর্মীরা ও ভারপ্রাপ্ত অফিসাররা দায়িত্ব নিয়েছেন এই টেস্টের। তাঁরাই মানুষকে ধরে এনে টেস্ট করাচ্ছেন। এই অবস্থায় এক যুবক করোনা পরীক্ষা করতে রাজি হয় না। এবং সে পালিয়ে যেতে চায়। যুবককে দৌড়ে ধরেন কর্মীরা। তারপর মারধর শুরু করেন। জোর করে মারতে মারতে যুবককে করোনা পরীক্ষার জায়গায় নিয়ে আসেন। মারতেই থাকেন যুবককে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই সমালোচনা শুরু হয়।
advertisement
বহু মানুষ এই ভিডিও ট্যুইটার ও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। একজন লিখেছেন, "বেঙ্গালুরু স্টাইলে হচ্ছে করোনা টেস্ট। তারা বলছে ভাইরাসকে মারবে? কিন্তু তারা নিজেরাই এক একটা ভাইরাস। সরকারী কর্মীরা নিজেদের ক্ষমতায় অন্ধ হয়ে যাচ্ছেন। এটা কোনও পদ্ধতি হতে পারে না। এটা অত্যাচার। এই ভিডিওটি নাগারাথপাটের কাছে। এই ভিডিও দেখে লজ্জা হচ্ছে।"
এর পর সকলে এই ভিডিও শেয়ার করতে থাকেন। সমালোচনা হয়। তবে অনেকেই বলেছেন, ওই যুবকই বা টেস্টে রাজি কেন হচ্ছিলেন না? এখানে নিজের ইচ্ছে বা অনিচ্ছার থেকেও অনেক দামি অন্যের স্বাস্থ্য। সে করোনা ছড়াচ্ছে কিনা তার তো প্রমান নেই। তাই টেস্ট করানো উচিত বিনা প্রশ্নে। কারণ করোনা এখন আর কোনও ব্যক্তি স্বার্থ বা ব্যক্তি বিশেষে আটকে নেই। গোটা দেশের স্বার্থ জড়িয়ে আছে, প্রতিটা মানুষের সঙ্গে। এটা সকলকেই বুঝতে হবে। তবে আধিকারিকরা মারধর না করলেই পারতেন। এমনটাও বলা হচ্ছে।