TRENDING:

আবারও উমর খালিদের জামিন খারিজ! দিল্লি হিংসা ঘটনায় আপাতত জেলেই থাকতে হবে শারজিল ইমামদের

Last Updated:

২০২০ সালের দিল্লির হিংসার ঘটনায় উমর খালিদ, শারজিল ইমাম, শিফা উর রেহমান, মিরান হায়দার-সহ একাধিক জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জামিনের আর্জি খারিজ হয়ে গেল। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত জামিনের আর্জি খারিজ করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ২০২০ সালের দিল্লির হিংসার ঘটনায় উমর খালিদ, শারজিল ইমাম, শিফা উর রেহমান, মিরান হায়দার-সহ একাধিক জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জামিনের আর্জি খারিজ হয়ে গেল। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত জামিনের আর্জি খারিজ করেছে।
জামিন বাতিল উমর খালিদদের।
জামিন বাতিল উমর খালিদদের।
advertisement

জানা গিয়েছে, ২০২০ সালের দিল্লি হিংসার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে বৃহত্তর ষড়যন্ত্র হিসাবে ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়।

শুক্রবার বিচারপতি জাস্টিস অরবিন্দ কুমার জানান, এই জামিনের বিষয়টি আদালত আগামী সোমবার শোনা হবে।

গত ২ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট উমর খালিদ-সহ অভিযুক্তদের জামিন নামঞ্জুর করে দিল্লি হাইকোর্ট। এই প্রসঙ্গে দিল্লির ডিভিশন বেঞ্চের বিচারপতি নবীন চাওলা এবং শৈলেন্দ্র কৌর জানান, অভিযুক্তরা চক্রান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।

advertisement

শারজিল ইমাম, উমর খালিদের জামিন নামঞ্জুর হওয়ার পাশাপাশি জামিন বাতিল হয়ে যায় সমাজকর্মী গুলফিসা ফতিমা, খালিদ সাইফি, আতহার খান, মহম্মদ সালিম খান, শিফা-উর-রেহমান, মিরান হাইদার এবং শাদাব আহমেদ। এরপরেই তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেই জামিনই বাতিল হয়ে যায়।

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
আবারও উমর খালিদের জামিন খারিজ! দিল্লি হিংসা ঘটনায় আপাতত জেলেই থাকতে হবে শারজিল ইমামদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল