পাশাপাশি, এই মুহূর্তে করোনা চিকিৎসায় যে ককটেল থেরাপি প্রয়োগ করা হচ্ছে, তার খরচ কমানোর জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ। বাবুল সুপ্রিয় এদিন ট্যুইটারে লেখেন, ‘‘ আমি, আমার স্ত্রী, বাবা এবং একাধিক কর্মচারীরা করোনায় আক্রান্ত ৷ তবে আমি চিন্তায় রয়েছি ‘ককটেল জ্যাব’ নিয়ে, যা দেওয়াটা অত্যন্ত জরুরী ৷ কিন্তু দাম ৬১০০০ টাকা ৷ বাবার বয়স ৮৪ ৷ আমাদের এটা সঙ্গে সঙ্গে কিনতে হচ্ছে ৷ কীভাবে এই খরচ সবার পক্ষে বহন করা সম্ভব ? যেখানে সবাই দুটো ভ্যাকসিন দিয়েও করোনামুক্ত নন ৷ তাই সরকারের উচিৎ এই ইঞ্জেকশন সরকারি হাসপাতালগুলিতে যাতে পাওয়া যায়, তার দ্রুত ব্যবস্থা করা ৷ ভ্যাকসিনের অবশ্যই প্রয়োজন রয়েছে ৷ সঙ্গে এই ককটেলেরও প্রয়োজন ৷ ’’
২০২০-র ডিসেম্বরে বাবুলের বাবা এবং মা করোনায় আক্রান্ত হয়ে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ৯ ডিসেম্বর তাঁর মায়ের মৃত্যু হয়। ট্যুইট করে বাবুল তাই লিখেছেন, ‘‘ আমি তৃতীয় বার কোভিড আক্রান্ত হলাম। মাকে হারিয়েছি। কিন্তু বাবাকে কোনও ভাবে বাঁচিয়ে এনেছি।’’