TRENDING:

এই রবীন্দ্র সঙ্গীতই ভালবাসতেন প্রণব মুখোপাধ্যায়, মিউজিক ভিডিও-তে শ্রদ্ধা বাবুলের

Last Updated:

রাষ্ট্রপতি থাকাকালীন এবং পরবর্তী সময়েও একাধিকবার বাবুল সুপ্রিয়কে ফোন করে এই গানটি শোনানোর জন্য অনুরোধ করেন প্রণব মুখোপাধ্যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রবীন্দ্র সঙ্গীতের মাধ্যমে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধাজ্ঞাপন করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ এ দিন ট্যুইটারে সেই মিউজিক ভিডিওটি পোস্ট করেছেন বাবুল৷ প্রণব মুখোপাধ্যায়ের পারলৌকিক কাজের দিনই এই ভিডিওটি প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ ধায় যেন মোর সকল ভালবাসা- এই রবীন্দ্র সঙ্গীতের মাধ্যমেই প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়েছেন বাবুল৷
advertisement

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, একটি সরকারি অনু্ষ্ঠানে তাঁর গলায় এই গানটি শুনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ গানের হিন্দি অর্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বুঝিয়ে দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ এর পর রাষ্ট্রপতি থাকাকালীন এবং পরবর্তী সময়েও একাধিকবার বাবুলকে ফোন করে এই গানটি শোনানোর জন্য অনুরোধ করেন প্রণববাবু৷

বাবুল জানিয়েছেন, প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের পর তিনি যখন প্রাক্তন রাষ্ট্রপতিকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে গিয়েছিলেন, তখনই তাঁকে এই গানের কথা মনে করিয়ে দেন প্রণববাবুর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়৷ এর পরই এই গানটির মাধ্যমেই প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় মন্ত্রী৷

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাবুল বলেন, 'কথায় কথায় শ্রদ্ধা জানানোর চেয়ে গানের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন ভাল আর কিছু হয় না৷ তিন দিনের মধ্যে আমি সব ছবি জোগাড় করে এই ভিডিওটা তৈরি করেছি৷'

বাংলা খবর/ খবর/দেশ/
এই রবীন্দ্র সঙ্গীতই ভালবাসতেন প্রণব মুখোপাধ্যায়, মিউজিক ভিডিও-তে শ্রদ্ধা বাবুলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল