আরও পড়ুন: একই পরিবারের চারজনকে সাপের ছোবল! নিহত বাবা-ছেলে, বাকিরা ভর্তি হাসপাতালে
গত, ১২ অক্টোবর, নির্মল নগরে নিজের ছেলে জিসান সিদ্দিকির অফিসের সামনেই গুলিতে ঝাঁজরা হয়ে যান বাবা সিদ্দিকি। এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃতদের কাছ থেকে একটি বাইকও উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সংবাদসংস্থাকে জানায়, রেইকির দিন অভিযুক্তরা বাইকে করেই ঘটনাস্থল ঘুরে দেখতে আসেন। কিন্তু, তাঁরা আহত হন। ফলে ঘটনার দিন তাঁরা একটি অটোরিকশা নিয়ে ওই অফিসের সামনে ৩০-৪৫ মিনিট অপেক্ষা করছিলেন। এরপরেই তাঁরা হামলা চালায়।
advertisement
আরও পড়ুন: অশনি থেকে নিষ্কৃতি নেই বাংলারও,একাধিক রাজ্যে তুমুল ভারী বৃষ্টি, রয়েছে অ্যালার্ট
সূত্রের খবর, অফিসে গুলি চালাবার আগে অভিযুক্তরা বাবা সিদ্দিকির বাড়ি এবং অফিসে প্রায় একমাস ধরে খোঁজখবর চালায়। এরপরেই গত ১২ অক্টোবর জিসান সিদ্দিকির অফিসের সামনে একের পর এক গুলিতে ঝাঁঝরা হয়ে যান মুম্বইয়ের প্রভাবশালী এই নেতা।