TRENDING:

Baba Ka Dhaba: ‘চুরির অভিযোগ’ করা বৃদ্ধকে আলিঙ্গন ব্লগারের, টানাপড়েনের মধুরেণ সমাপয়েৎ

Last Updated:

‘ বাবা কা ধাবা’ (Baba Ka Dhaba) পর্বে অবশেষে হাসিমুখ ৷ নানা ওঠানামা পেরিয়ে মধুরেণ সমাপয়েৎ ধাবামালিক এবং ফুডব্লগারের সম্পর্কের টানাপড়েনে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি : ‘ বাবা কা ধাবা’ (Baba Ka Dhaba) পর্বে অবশেষে হাসিমুখ ৷ গত বছর অতিমারি থেকে এই ধাবা ঘিরে শুরু হয়েছিল চর্চা ৷ সম্প্রতি আবার তা খবরে শিরোনামে এসেছিল ৷ নানা ওঠানামা পেরিয়ে মধুরেণ সমাপয়েৎ ধাবামালিক এবং ফুডব্লগারের সম্পর্কের টানাপড়েনে ৷
advertisement

ফুডব্লগার গৌরব ওয়াসনের ভিডিয়ো গত বছর নজর কেড়েছিল নেটিজেনদের ৷ তাঁর দৌলতে রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিল এক বৃদ্ধ দম্পতির প্রয়াস ৷ গৌরবের শেয়ার করা ভিডিয়োয় দেখা গিয়েছিল দক্ষিণ দিল্লির এক প্রবীণ কান্তা প্রসাদ এবং তাঁর স্ত্রী কান্নায় ভেঙে পড়েছেন ৷ কারণ অতিমারিতে তাঁদের ‘বাবা কা ধাবা’ চলছিল না ৷ তাঁদের অহায়তায় মন দ্রব হয় নেটিজেনদের ৷ অকাতরে সাহায্য পৌঁছয় তাঁদের নামে ৷ ধাবায় ক্রেতাদের লাইন লম্বা হয় ৷

advertisement

ভাইরাল হয়ে যাওয়া ‘বাবা কা ধাবা’-র জন্য দেশের নানা প্রান্ত থেকে বড় অঙ্কের অনুদান এসে জমা হয় ৷ কিন্তু এর পরই অন্য দিকে ঘুরে যায় ঘটনপ্রবাহ ৷ ব্লগার গৌরবের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ তুলেছিলেন কান্তা প্রাসাদ ৷ অভিযোগের উত্তরে বার বার নিজেকে নির্দোষ দাবি করেছিলেন গৌরব ৷ প্রমাণস্বরূপ এনেছিলেন নিজের ব্যাঙ্ক স্টেটমেন্টও ৷

advertisement

অন্যদিকে তাঁর নামে জমা হওয়া বিশাল অনুদান দিয়ে অশীতিপর কান্তা প্রসাদ দিল্লির মালব্যনগরে একটি রেস্তরাঁ খোলেন ৷ এই এলাকাতেই তিন দশক ধরে রাস্তার ধরে ছোট্ট দোকানে খাবার বেচতেন তিনি ৷ আবার সেই পুরনো দোকানেই ফিরে গিয়েছেন তিনি ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে স্বপ্নভঙ্গ হয়েছে রেস্তরাঁর স্বপ্নের ৷

advertisement

কান্তাপ্রসাদের দাবি, রেস্তরাঁয় ১ লাখ টাকা বিনিয়োগ করে সব খরচ মিটিয়ে তাঁরা উপার্জন করেছেন মাত্র ৩৫ হাজার টাকা ৷ তাই লোকসানের বোঝা বইতে না পেরে আবার ফিরে গিয়েছেন পুরনো দোকানেই ৷

সেইসঙ্গে ব্লগারের বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন তিনি ৷ হাতজোড় করে বলেছেন, গৌরব ওয়াসন কোনও অর্থ তছরূপ করেননি ৷ তাঁরা কোনওদিন তাঁকে চোর বলেননি ৷ অন্য এক ফুড ব্লগার শেয়ার করেছেন এই ভিডিয়ো ৷ বৃদ্ধ দম্পতিকে কাছে টেনে নিয়েছেন গৌরব-ও ৷ তাঁদের সঙ্গে ছবি শেয়ার করে তিনি যা ট্যুইট করেছেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘সব ভাল যার শেষ ভাল’৷ তাঁর কথায়, ‘‘ভুল করার থেকেও গুরুত্বপূ্র্ণ হলেন ভুল যিনি ক্ষমা করে দেন, তিনি৷ আমার বাবা আমাকে এটাই শিখিয়েছেন৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

বৃদ্ধ কান্তা প্রসাদ ইচ্ছে প্রকাশ করেছেন, যত দিন বাঁচবেন, তাঁর ছোট্ট দোকানটি তিনি চালিয়ে নিয়ে যাবেন ৷

বাংলা খবর/ খবর/দেশ/
Baba Ka Dhaba: ‘চুরির অভিযোগ’ করা বৃদ্ধকে আলিঙ্গন ব্লগারের, টানাপড়েনের মধুরেণ সমাপয়েৎ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল