TRENDING:

Citizenship Amendment Act Protest: ‘চাই আজাদি’, জামিয়া-মিলিয়ার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড়

Last Updated:

জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পাশে এসে দাঁড়াল সারা দেশের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত ৷ রাজধানীর জামিয়া মিলিয়া ক্যাম্পাসের আগুন এখন দেশের বাকি ক্যাম্পাসেও ৷ জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পাশে এসে দাঁড়াল সারা দেশের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ জেএনইউ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়, লখনউয়ের নাদওয়া কলেজ থেকে মৌলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয়, CAA-এর প্রতিবাদ বিক্ষোভে সরব গোটা দেশের ছাত্র সমাজ ৷ কলকাতা সহ বারাণসী-বেঙ্গালুরু-গুয়াহাটিতেও দেখা যায় বিক্ষোভ
advertisement

রাতের অন্ধকারে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের মারধরের ঘটনায় প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ ৷ নিন্দায় সরব ছাত্ররা ৷ রবিবার রাতেই জামিয়া মিলিয়ার সমর্থনে পথে নামে যাদবপুর,  আইআইটি বোম্বে, জেএনইউ, পন্ডিচেরি বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা ৷ এই ঘটনায় সোমবার গোটা দেশে ছাত্র ধর্মঘট ডেকেছে চারটি ছাত্র সংগঠন ৷ সোমবার সকাল থেকেও প্রতিবাদে সরব ছাত্ররা ৷ নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে এদিন সকাল থেকে উত্তপ্ত নাদওয়া কলেজ। ২০০ বেশি পড়ুয়ারা সামিল হন এই প্রতিবাদ বিক্ষোভে৷ পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে পড়ুয়ারা। জামিয়ার প্রতিবাদের কথা শুনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন নাদওয়া কলেজের পড়ুয়ারা৷ সকলে মিলে জমায়াত করেন কলেজের গেটে এবং স্লোগান দিতে শুরু করেন৷ কলেজের গেট বন্ধ রাখা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, রাতে দিল্লি পুলিশ ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের উপর নির্বিচারে লাঠিচার্জ করে ৷ আহত হন বহু পড়ুয়ারা ৷ আটক করা হয় ১০০-ওরও বেশি পড়ুয়াদের ৷ জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদের রেশ আছড়ে পড়ল আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে৷ নাগরিকত্ব আইন নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয় প্রতিবাদ৷ শয়ে-শয়ে পড়ুয়ারা সামিল হন এই প্রতিবাদ বিক্ষোভে৷ তবে পুলিশের লাঠি চার্জ এবং টিয়ার গ্যাস ছোঁড়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে৷ জামিয়ার প্রতিবাদের কথা শুনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা৷ সকলে মিলে জমায়াত করেন বাবে স্যার সায়েদ গেটে এবং স্লোগান দিতে শুরু করেন৷ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শুরু হয় তাদের প্রতিবাদ৷ এরপরই পুলিশের ব্যাডিকেড ভাঙতে শুরু করেন পড়ুয়ারা৷ ক্যাম্পাসের প্রতিটি গেট আটকায় পুলিশ৷ পরিস্থিতি সামলাতে লাঠি চালায় পুলিশ৷ সঙ্গে কাঁদানে গ্যাসও ছোঁড়া হয়৷ এতেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Citizenship Amendment Act Protest: ‘চাই আজাদি’, জামিয়া-মিলিয়ার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল