TRENDING:

ভারত থেকে নয়, দারিদ্র ও সাম্প্রদায়িক বিভেদ থেকে আজাদি চাই : কানহাইয়া

Last Updated:

অবশেষে ২৩ দিন পর জেল থেকে ছাড়া পেলেন কানহাইয়া কুমার ৷ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ধৃত JNU ছাত্র নেতাকে বৃহস্পতিবার তিহার জেল থেকে মুক্তি দিল দিল্লি পুলিশ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অবশেষে ২৩ দিন পর জেল থেকে ছাড়া পেলেন কানহাইয়া কুমার ৷ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ধৃত JNU ছাত্র নেতাকে বৃহস্পতিবার তিহার জেল থেকে মুক্তি দিল দিল্লি পুলিশ ৷ ছাড়া পেয়েই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছন কানহাইয়া ৷ ক্যাম্পাসে ফের একবার আগের মতোই স্বতঃস্ফূর্তভাবে ভাষণ দিলেন তিনি ৷ পরিষ্কার জানিয়ে দিলেন ভারত থেকে নয়, দেশের মধ্যে থাকা দুর্নীতি থেকে ‘আজাদি’ চান তিনি ৷ তিনি বলেন, ‘দারিদ্র ও সাম্প্রদায়িক বিভেদ থেকে আমরা আজাদি চাই ৷ ভারত থেকে নয় ৷ সংবিধান মেনেই আমরা এই আজাদি চাইছি ৷’
advertisement

এদিন ABVP সম্বন্ধে কানহাইয়া বলেন, ‘আমরা ABVP কে শক্র হিসেবে দেখি না কারণ আমরা গণতান্ত্রিক৷ ওরা আমাদের বিরোধী ৷ ’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করতেও ছাড়েনি ২৯ বছরের এই ছাত্রনেতা ৷ মন-কি বাত প্রসঙ্গে তিনি বলেন, ‘ ‘মন কি বাত’ এ মোদি মনের কথা বলেন, কিন্তু শোনেন না ৷ কানহাইয়াকে দেশবিরোধী প্রমান করতে বিজেপির কিছু নেতা ভারতীয় সেনাদের প্রসঙ্গ তুলে এনেছিলেন ৷ এদিন জেএনইউ ক্যাম্পাস থেকে তার উত্তরও দিলেন কানহাইয়া ৷ তিনি বলেন, ‘যে সেনারা দেশের জন্য শহীদ হয়েছেন তাঁদের আমি স্যলুট জানাই ৷ কিন্তু যে কৃষকরা দারিদ্রের কারণে আত্মহত্যা করছে তাঁদের ব্যাপারে কেউ কিছু করে না কেন? ৷’ এদিনের ভাষণে কানহাইয়া স্পষ্ট বুঝিয়ে দিলেন ২৩ দিন জেলে কাটানোর পরও তাকে দমানো সহজ নয়!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
ভারত থেকে নয়, দারিদ্র ও সাম্প্রদায়িক বিভেদ থেকে আজাদি চাই : কানহাইয়া