অথবা বিতর্কিত জমি চত্বরেই ৬৭ একরের মধ্যে জমি দিতে হবে সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদের জন্য৷ ওই ৬৭ একর ১৯৯৩ সালে অধিগ্রহণ করেছিল কেন্দ্র৷
রাম লালার হাতে জমি তুলে দেওয়ার সময় আদালত জানায়, আগামী ৩ মাসের মধ্যেই মন্দির তৈরির জন্য ট্রাস্ট গঠন করে ফেলতে হবে৷ একই সঙ্গে এই তিন মাসের মধ্যে মসজিদ তৈরির উপযুক্ত জমিও বরাদ্দ করে দিতে হবে সুন্নি ওয়াকফ বোর্ডকে৷ ১০৪৫ পাতার রায় শোনাতে গিয়ে শীর্ষ আদালত বলে, 'মসজিদ যেখানে ভাঙা হয়েছিল, হিন্দুদের বিশ্বাস, সেখানেই ভগবান রাম জন্মেছিলেন, তা নিয়ে বিতর্কের কোনও অবকাশ নেই৷'
advertisement
১৫২৮ খ্রিস্টাব্দে বাবরি মসজিদ তৈরি করা হয়েছিল৷ ১৯৯২ সালের ৬ ডিসেম্বরের বাবরি মসজিদ ধ্বংসের আগে পর্যন্তও মসজিদ ছিল৷ নির্মহী আখড়ার দাবি এ দিন শুরুতেই খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট৷ সুপ্রিম কোর্ট রায়ে জানায়, 'জমি বণ্টনের রূপরেখা তৈরি করবে কেন্দ্র৷ এর জন্য ট্রাস্ট তৈরি করতে হবে কেন্দ্রকে৷ ৩ মাসের মধ্যেই ট্রাস্ট তৈরি করতে হবে৷ ট্রাস্টে রাখতে হবে নির্মোহী আখড়ার প্রতিনিধি৷ মসজিদের ভিতরের অংশ থাকবে ট্রাস্টের হাতে৷ ট্রাস্টের নজরদারিতে তৈরি হবে রামমন্দির৷'