বিতর্ক প্রথম শুরু হয় ১৯৪৯ সালে, যখন রামের একটি মূর্তি বাবরি মসজিদের মাঝখানে বসিয়ে দেওয়া হয়৷ তারপরেই ওই জমিটিতে তালা পড়ে৷ এবং একাধিক মামলা শুরু হয়৷ এরপর ১৯৮৬ সালে আদালতের নির্দেশ তালা খোলা হয়৷ এরপর ১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা৷
১. স্বাধীনতার পর থেকে ৭০ বছর ধরে ভারতীয় রাজনীতিতে অযোধ্যা মামলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে৷ এবং গোটা বিষয়টিকে যদি রাজনৈতিক দিক থেকে দেখা যায়, তা হলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কংগ্রেসের৷ ফায়দা হয়েছে বিজেপি-র৷ ভারতীয় জনসংঙ্ঘ থেকে ১৯৮০ সালে বিজেপি গঠন-- ১৯৪৯ থেকে ১৯৮০ সাল পর্যন্ত ভারতের রাজনীতিতে মোটামুটি কংগ্রেসেরই আধিপত্য ছিল৷ ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের পর থেকেই রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে যায়৷
advertisement
২. অযোধ্যা মামলা কী? ১৮৮৫ সালে মহোন রঘুবীর দাস প্রথম ফৈজাবাদ জেলা দায়রা আদালতে একটি মামলা করেন, বিতর্কিত জমিটিতে বাবরি মসজিদের পাশেই রামমন্দির নির্মাণ করতে চেয়ে৷ আদালত তাঁর আবেদন খারিজ করে দেয়৷ সেই শুরু৷ এরপর ১৯৪৯ সালে বাবরি মসজিদের ভিতের রাম লাল্লার (শিশু রাম) মূর্তি পাওয়া যায়৷
৩. বাবরি মসজিদ অ্যাকশন কমিটি৷ ১৯৮৬ সালে ২০০০ মুসলিম বুদ্ধিজীবী বাবরি মসজিদ অ্যাকশন কমিটি গঠন করেন৷
৪. রাম মন্দির আন্দোলন৷ ব্রিটিশ রাজত্বের অযোধ্যা বিতর্ককে স্বাধীনতার পরবর্তী সময়ে বড় রাজনৈতিক-সামাজিক আন্দোলনে রূপ দেন যে তিন ব্যক্তি, তাঁরা হলেন, রামচন্দ্র দাস, অশোক সিঙ্ঘল ও এলকে আডবাণী৷
৫. ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ বিতর্ক হল অযোধ্যা৷ ব্রিটিশ রাজত্বের ৯০ বছর ও স্বাধীনতার পরে ৭০ বছর, মোট ১৬০ বছরের বিতর্ক৷
খবরটি ইংরেজিতে পড়তে ক্লিক করুন