জানা গিয়েছে, এদিন ১২টা বেজে ২০ মিনিটের পরে ৮৪ সেকেন্ডের মাহেন্দ্রক্ষণে মূল যজমান নরেন্দ্র মোদির হাতে হবে রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’৷ সিংহাসনে স্থাপনার আগে পর্যন্ত, রামলালার মূর্তির চোখে কাপড় বাঁধা থাকবে৷ মোদি রামলালার মূর্তির চোখ থেকে কাপড় সরাবেন৷ তারপরে, তাঁর চোখে পরাবেন কাজল, তারপরে দেখাবেন দর্পণ৷ এরপরে আচার্যদের তিনটি দল আরতি অনুষ্ঠান সম্পন্ন করবেন৷ প্রথম দলের নেতৃত্ব দেবেন স্বামী গোবিন্দ দেবগিরি মহারাজ৷ দ্বিতীয় দল শঙ্করাচার্য বিজেন্দ্র সরস্বতী এবং তৃতীয় দলে কাশীর পণ্ডিতেরা রামলালার পূজা সম্পন্ন করবেন৷ ‘প্রাণপ্রতিষ্ঠা’ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে খুলে দেওয়া হবে রামলালার মূর্তির চোখের পটি৷ এই গোটা ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠান ও পূজা সম্পন্ন করার সময়কালে বন্ধ থাকবে মন্দিরের মূল গর্ভগৃহের দরজা৷
advertisement
এদিনের অনুষ্ঠানে নরেন্দ্র মোদি ছাড়াও উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আরএসএস প্রধান মোহন ভাগবত৷ সেলেব্রিটিদের মধ্যে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, রণবীর কপূর, আলিয়া ভাট, অনিল কুম্বলে, অমিতাব বচ্চন প্রত্যেকেই উপস্থিত থাকছেন৷
আরও পড়ুন: ৭০ বছর পরে তৈরি হচ্ছে ‘ইতিহাস’! শয়ন আরতির পরেই আসবে ‘সেই’ মুহূর্ত…অপেক্ষায় অযোধ্যা
এদিন বেলা ১০টা ২৫নাগাদ অযোধ্যা বিমানবন্দরে পৌঁছবেন মোদি৷ ১০টা ৫৫ মিনিটে হেলিকপ্টারে করে পৌঁছবেন রাম জন্মভূমি মন্দির চত্বরে৷ ১১টা থেকে ১২টা পর্যন্ত মন্দির চত্বর ঘুরে দেখা এবং শেষে জপ পর্ব৷
বেলা ১২ টার মধ্যে মন্দিরের প্রাঙ্গণের গর্ভগৃহের বাইরে পৌঁছে যাবেন ৮ হাজার নিমন্ত্রিত ব্যক্তি৷ ১২টা ৫ মিনিট থেকে ১২টা ৫৫ মিনিটের মধ্যে রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠান৷ কাজল পরিয়ে রাম লালার ঘুম ভাঙাবেন মোদি, তারপরে দেখাবেন দর্পণ৷
১২টা বেজে ৫৫ মিনিটে হেলিকপ্টার করে হবে মন্দিরের উপরে পুষ্পবৃষ্টি৷ ১টা থেকে ২টোর মধ্যে মোদি, মোহন ভাগবত এবং যোগী আদিত্যনাথের বক্তৃতা৷
আরও পড়ুন: পাক অধিকৃত কাশ্মীর থেকে আসছে ‘পবিত্র জল’! সারা ভারত থেকে আসছে ফুল…শুরু শেষবেলার অপেক্ষা
২টো ১০ মিনিটে রামজন্মভূমির অন্দরে কুবের টিলার শিবমন্দিরে যাবেন মোদি৷ বেলে ৩টে ৩০ মিনিটে অযোধ্যা থেকে রওনা দেবেন নরেন্দ্র মোদি৷
গত রবিবার সন্ধেবেলা শয়ন আরতির পরে অস্থায়ী মন্দির থেকে রামলালা বিরাজমান এবং লক্ষ্মণ, শত্রুঘ্ন, ভরত এবং ভক্ত হনুমানের মূর্তি নিয়ে যাওয়া হয়েছে নব নির্মীয়মাণ মন্দিরে৷
