দেখুনঃ হার মানাবে সব সৌন্দর্যকেও! রামমন্দিরের ৪৬ সোনার দরজা, লেগেছে প্রায় ১০০কেজি সোনা
আজ, সকালেই হেলিকপ্টার থেকে রাম জন্মভূমির চিত্র ধরা পড়েছে। জাতীয় সংবাদমাধ্যম ANI, প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে অযোধ্যায় শ্রী রাম জন্মভূমি মন্দিরের হেলিকপ্টার দৃশ্য X-এ শেয়ার করেছে।
২.৭ একর জমিতে রামমন্দির তৈরি করা হয়েছে। ঐতিহ্যবাহী নাগারা আদলে (উত্তর ভারতের মন্দির শৈলী) তৈরি হয়েছে অযোধ্যার রামমন্দির। পূর্ব-পশ্চিমে রামমন্দিরের দৈর্ঘ্য হল ৩৮০ ফুট এবং চওড়া হল ২৫০ ফুট। উচ্চতা হল ১৬১ ফুট। অযোধ্যার রামমন্দিরে মোট ৩৯২টি পিলার এবং ৪৪টি দরজা আছে। রামমন্দিরের নকশা তৈরি করেছে স্থপতি চন্দ্রকান্ত বি সোমপুরা এবং তাঁর ছেলে আশিস সোমপুরা।
গতকাল থেকেই প্রচুর ভিভিআইপির সমাগম হয়েছে অযোধ্যার রাম মন্দিরে। রাম মন্দিরের নিরাপত্তার মূল দায়িত্বে SPG। রামভূমিতে মোতায়েন ১৭ জন আইপিএস অফিসার। অযোধ্যার মোড়ে মোড়ে পুলিশ পিকেট। রাম মন্দিরের আশপাশে ATS। অযোধ্যা জুড়ে ১০ হাজার সিসি ক্যামেরা। অযোধ্যায় ড্রোনে নজরদারি চলছে। নদী তীরে NDRF, SDRF, স্পিড বোটে নজরদারি চালানো হচ্ছে। সেনা-পুলিশে ছয়লাপ অযোধ্যা রামনগরী।