রাম মন্দির উদ্বোধন লাইভ । Ram Mandir Inauguration LIVE Updates
কেন্দ্রীয় সরকারি অফিসে অর্ধদিবস ছুটি থাকবে বলে আগেই ঘোষণা করা হয়েছে। এবার রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠার জন্য আগামী ২২ জানুয়ারি দেশের ব্যাঙ্ক, বিমা অফিসে অর্ধদিবস ছুটি ঘোষণা করে দেওয়া হল। সেদিন কতক্ষণ ব্যাঙ্ক, বিমা অফিস খোলা থাকবে, তা দেখে নিন।
advertisement
আরও পড়ুন: কোচিং ক্লাসে বসেই হার্ট অ্যাটাক ছাত্রের, নিমেষে মৃত্যু! এই ভিডিও দেখলে শিউরে উঠবেন
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে সোমবার সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা, রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান এবং গ্রামীণ ব্যাঙ্কে অর্ধদিবস ছুটি পালন করা হবে। অর্থাৎ দুপুর ২ টো ৩০ মিনিট পর্যন্ত ব্যাঙ্ক-সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত আর্থিক বন্ধ থাকবে।
আরও পড়ুন: স্বপ্নে সাপ দেখতে পাওয়া কীসের ইঙ্গিত জানেন? স্বপ্নশাস্ত্র অনুযায়ী এর অর্থ জানলে চমকে যাবেন!
বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের একটি নির্দেশিকায় বলা হয়েছে, ‘কর্মীরা যাতে রাম লালার প্রাণপ্রতিষ্ঠা দিবস উদযাপন করতে পারেন, সেজন্য ২২ জানুয়ারি দেশের সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা, রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান এবং গ্রামীণ ব্যাঙ্কে অর্ধদিবস ছুটি থাকবে।’ যে নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতরের সার্কুলারের পরে।
কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, সোমবার কলকাতা-সহ পশ্চিমবঙ্গেও দুপুর ২ টো ৩০ মিনিট পর্যন্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। তারপর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর কারণে ২৩ জানুয়ারি ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে। তারপর প্রজাতন্ত্র দিবসেও (২৬ জানুয়ারি) ব্যাঙ্ক বন্ধ থাকবে।