অযোধ্যার বিজেপি সাংসদ লালু সিং-ও তাঁর এক্স হ্যান্ডেলে অযোধ্যা জংশনের নাম বদলের কথা জানিয়েছেন৷ তাঁর অবশ্য দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথেই মানুষের ভাবাবেগের কথা মাথায় রেখে অযোধ্যা জংশনের নাম বদলে অযোধ্যা ধাম জংশন করা হল৷
আরও পড়ুন: রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার! ফের গুরুদায়িত্বে মমতার আস্থাভাজন আইপিএস
advertisement
আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন৷ তার আগে আগামী ৩০ ডিসেম্বর অযোধ্যা ধাম জংশনের নবনির্মিত স্টেশন কমপ্লেক্সের পাশাপাশি বিমানবন্দরেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নতুন এই বিমানবন্দরের নাম দেওয়া হয়েছে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দর৷ এর পাশাপাশি রাম মন্দিরের উদ্বোধনের আগে প্রস্তুতি পর্বও খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী৷
অযোধ্যা ধাম জংশনের নতুন স্টেশন ভবনে লিফট, এসক্যালেটর, ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, সিক রুম সহ সবধরনের অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে৷ স্থানীয় প্রশাসনের ধারণা, রাম মন্দিরের উদ্বোধনের পর প্রতিদিন ৫০ থেকে ৫৫ হাজার পর্যটক অযোধ্যায় রাম মন্দির দর্শনে আসবেন৷ এই বিপুল সংখ্যক মানুষের চাপ সামাল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন৷
আপাতত স্টেশন এবং বিমানবন্দরের প্রথম পর্যায়ের কাজই শেষ হয়েছে৷ মন্দিরের আদলেই অযোধ্যা ধাম জংশন স্টেশনের বাইরে অংশকে গড়ে তোলা হয়েছে৷