ট্যুইটারে অমিত শাহ লিখলেন, 'আমি সব সম্প্রদায়ের মানুষের কাছে আর্জি জানাচ্ছি, সুপ্রিম কোর্টের রায় স্বীকার করুন৷ শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভারত গড়তে নিজেদের সঙ্কল্পে অটুট থাকুন৷ শ্রীরামের জন্মভূমি নিয়ে এই মামলার আজ চূড়ান্ত সিদ্ধান্ত হল৷ আমি ভারতের বিচারব্যবস্থা ও সব বিচারকদের অভিনন্দন জানাচ্ছি৷'
এরপরের ট্যুইটে অমিত শাহ লিখছেন, 'আমার পূর্ণ বিশ্বাস, সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে, তা মাইল স্টোন৷ এই রায় ভারতের একতা, অখণ্ডতা ও সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে৷'
পাঁচ বিচারপতির সর্বসম্মতিতে অযোধ্যা মামলার রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট ৷ ঐক্যমতের ভিত্তিতে শিয়া সংগঠনের আবেদন খারিজ করে দেয় ৷ আদালতে ধাক্কা খায় নির্মোহী আখড়ার দাবিও ৷ নিমোর্হী আখড়া সেবায়েত নয় বলে জানিয়ে দেয় শীর্ষ আদালত ৷একইসঙ্গে রামলালাকে আইনি স্বীকৃতি সুপ্রিম কোর্টের ৷
শর্তসাপেক্ষে ২.৭৭ একর বিতর্কিত জমি পাবেন হিন্দুরা ৷ শীর্ষ আদালত রায়ে জানিয়েছে, ওই জমি রামলালারই ৷ একইসঙ্গে কেন্দ্রকে তিন মাসের মধ্যে ওই জমিতে মন্দির তৈরির জন্য ট্রাস্ট গঠনের সময়সীমা বেঁধে দিল আদালত৷ট্রাস্টের নজরদারিতেই তৈরি হবে রামমন্দির ৷ তবে ট্রাস্টে রাখতে হবে নিমোর্হী আখড়ার প্রতিনিধিদের ৷