নতুন নিয়মগুলির মধ্যে একটি হল অ্যাকাউন্টে নূন্যতম ব্যালান্স না রাখলে জরিমানা দিতে হবে গ্রাহকদের ৷ পয়লা পয়লা এপ্রিল থেকে এই নিয়মটিও চালু করা হয়েছে ৷ এই নিয়মে ক্ষুব্ধ গ্রাহকরা ৷ অনেকেই নতুন এই নিয়মগুলিকে জনবিরোধী বলে মনে করা হচ্ছে ৷
তবে স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য সুখবর ৷ সম্প্রতি স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে বেশ কিছু ক্ষেত্রে অ্যাকাউন্টে মিনিমাম ব্যালান্স না থাকলেও জরিমানা দিতে হবে না ৷ যে অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে এই নিয়মগুলি প্রযোজ্য হবে না সেগুলি হল- স্মল সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বেসিক সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জন ধন যোজনা অ্যাকাউন্ট এবং কর্পোরেট স্যালারি অ্যাকাউন্ট।
advertisement
ট্যুইট করে স্টেট ব্যাঙ্কের তরফে এটা জানানো হয়েছে৷ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানায় পেনসন প্রাপক থেকে পড়ুয়া— সকলের ক্ষেত্রে মিনিমাম ব্যালান্স বাধ্যতামূলক । কিন্তু চারটি অ্যাকাউন্টের ক্ষেত্রে ছাড় রয়েছে৷ এ ছাড়াও রয়েছে কর্পোরেট স্যালারি অ্যাকাউন্ট। এই ধরনের অ্যাকাউন্টে গ্রাহকদের মাসিক বেতন জমা পড়ে। সেখানেও ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক নয় ৷