বুধবার রাত ৯.৩৫ মিনিট নাগাদ বিহারের বক্সারের রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে দিল্লি থেকে কামাক্ষ্যা গামী নর্থ ইস্ট এক্সপ্রেস৷প্রথমে শোনা গিয়েছিল ট্রেনটির অন্তত ৬ থেকে ৭টি কামরা বেলাইন হয়ে যায়৷ এর মধ্যে কয়েকটি কামরা পাশের চাষের জমিতে গিয়ে পড়ে৷ পরে অবশ্য খবর আসে, অন্তত ১২টি কামরা বেলাইন হয়েছে৷ বেলাইন হয়েছে ট্রেনের ইঞ্জিনও৷ দ্রুত গতিতে থাকা ট্রেনের কামরা এ ভাবে লাইনচ্যুত হওয়ায় স্বভাবতই বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷
advertisement
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ট্রেনের অন্তত ৮০ থেকে ১০০ জন যাত্রী আহত হয়েছেন৷ কমপক্ষে চার জনের মৃত্যু হয়েছে বলেও সর্বভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে৷ তবে যেভাবে বগিগুলি উল্টে গিয়েছে, তাতে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে৷
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে৷ তবে অন্ধকারের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে৷ পটনা থেকে ক্রেনও নিয়ে আসা হচ্ছে উল্টে যাওয়া বগিগুলিকে তোলার জন্য৷ আহতদের চিকিৎসার জন্য পটনার এইমস হাসপাতালে পাঠানো হচ্ছে৷
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন