TRENDING:

Criminals surrender in Uttar Pradesh: এনকাউন্টারের ভয়! যোগীর ভয়ে জব্দ অপরাধীরা, ক্ষমতয় ফিরতেই ৫০ জনের আত্মসমর্পণ

Last Updated:

উত্তর প্রদেশের (Uttar Pradesh) এডিজি আইনশৃঙ্খলা প্রশান্ত কুমার দাবি করেছেন, পঞ্চাশ জন অপরাধী শুধু আত্মসমর্পণই করেনি, বরং অপরাধমূলক কাজ আর না করারও প্রতিশ্রুতি দিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: গত ১০ মার্চ দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় এসেছেন যোগী আদিত্যনাথ  (Yogi Adityanath)৷ তার পর দু' সপ্তাহ সবে পার হয়েছে৷ ইতিমধ্যেই উত্তর প্রদেশ (Uttar Pradesh) জুড়ে অন্তত পঞ্চাশ জন দাগী অপরাধী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে বলে টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে৷
 Yogi Adityanath
Yogi Adityanath
advertisement

সূত্রের খবর, এনকাউন্টারের (Encounter) আশঙ্কাতেই আত্মসমর্পণ করছে দুষ্কৃতীরা৷ কারণ প্রথম যোগী সরকারের আমলে উত্তর প্রদেশে একাধিক বার এনকাউন্টার করে অপরাধী, কুখ্যাত মাফিয়াদের মারার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে৷ এমন কী, পুলিশি হেফাজতে থাকা অপরাধীদেরও এনকাউন্টারে মৃত্যুর ঘটনা ঘটেছে৷

আরও পড়ুন: জীবনতলা, চাঁচল, দেওয়ানদিঘি...মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই যা ঘটল এই এলাকাগুলিতে!

advertisement

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, অনেক অপরাধীই গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছে৷ যে প্ল্যাকার্ডে লেখা ছিল, 'আমি আত্মসমর্পণ করছি, দয়া করে এনকাউন্টার করবেন না৷' যারা আত্মসমর্পণ করছে, তাদের মধ্যে অনেকেই কুখ্যাত অপরাধী এবং তাদের অনেক দিন ধরেই খুঁজছিল পুলিশ৷

গত ১৫ মার্চ অপহরণ এবং তোলাবাজিতে অভিযুক্ত গৌতম সিং নামে এক কুখ্যাত অপরাধী গোন্ডা জেলার ছাপিয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করে৷ এর তিন দিনের মধ্যে শাহারনপুরের চিলকানা থানায় আত্মসমর্পণ করে আরও ২৩ জন অপরাধী৷

advertisement

আরও পড়ুন: কংগ্রেসের আমলে কীভাবে সন্ত্রাসবাদ গ্রাস করেছিল কাশ্মীরকে তা জানতেই দেখা উচিত কাশ্মীর ফাইলস: অমিত শাহ

এখানেই শেষ নয়, দেওবাঁদ থানায় রীতিমতো মুচলেকা দিয়ে চার জন মদ পাচারকারী জানায়, তারা এই অপরাধ আর রবে না৷ শামলি জেলাতেও গোহত্যায় অভিযুক্ত ১৮ জন দু'টি থানায় আত্মসমর্পণ করে৷ হিমাংশু ওরফে হানি নামে এক দাগী অপরাধী তাকে এনকাউন্টার না করার জন্য গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সিরসাগঞ্জ থানায় গিয়ে পুলিশের কাছে ধরা দেয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

উত্তর প্রদেশের এডিজি আইনশৃঙ্খলা প্রশান্ত কুমার দাবি করেছেন, পঞ্চাশ জন অপরাধী শুধু আত্মসমর্পণই করেনি, বরং অপরাধমূলক কাজ আর না করারও প্রতিশ্রুতি দিয়েছে৷ তিনি জানিয়েছেন, ১০ মার্চের পর থেকে এনকাউন্টারে দু' জন অপরাধীর মৃত্যু হয়েছে রাজ্যে৷ আরও দশজনকে গ্রেফতার করা হয়েছে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Criminals surrender in Uttar Pradesh: এনকাউন্টারের ভয়! যোগীর ভয়ে জব্দ অপরাধীরা, ক্ষমতয় ফিরতেই ৫০ জনের আত্মসমর্পণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল