বিজেপিকে হারাতে কর্ণাটক মডেলে আস্থা কংগ্রেসের ৷ জোট গড়েই তারা লোকসভা ভোটে লড়বে ৷ আঞ্চলিক দলগুলির সঙ্গে জোটের ফর্মুলা কী হবে তা ঠিক করবেন রাহুল গান্ধি ৷
রবিবার, দলের সভাপতির হাতে এই দায়িত্ব তুলে দেয় কংগ্রেস ওয়ার্কিং কমিটি। মহাজোট গড়তে রাহুলের কোনও দ্বিধা নেই। প্রি এবং পোস্ট পোল জোটের বিষয়ে সিদ্ধান্ত নিতে দায়িত্ব দেওয়া হয়েছে রাহুলকে ৷ সূত্রের খবর, এ দিনের বৈঠকে লক্ষ্যও ঠিক করে ফেলেছে কংগ্রেস।
advertisement
আরও পড়ুন
শিবসেনার উপর বিরক্ত বিজেপি, ২০১৯-এ দলকে একাই যুদ্ধক্ষেত্রে নামার ডাক দিলেন অমিত শাহ
কংগ্রেসের বিশ্বাস, এখন তাদের ৪৮ জন সাংসদ থাকলেও, আসন্ন লোকসভা ভোটে সেটাই বাড়িয়ে দেড়শো করা যাবে। কিন্তু, ম্যাজিক সংখ্যা তো তারপরেও অনেক দূর। তার জন্য কংগ্রেসের ভরসা আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট। মোদি সরকারের বিরুদ্ধে ফেডেরাল ফ্রন্ট গড়তে শুরু থেকেই তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অবশ্য তিনি কংগ্রেসকে বিঁধতে ছাড়েননি। তবে, সেটা অনেকটাই রাজ্য রাজনীতির বাধ্যবাধকতা থেকে। এই প্রেক্ষাপটে, কংগ্রেস ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে, নিজেরা নমনীয় হয়ে, আঞ্চলিক দলগুলিকে গুরুত্ব দিয়েই জোট গড়ার পথে তারা হাঁটবে।
এ দিনের বৈঠকে মোদি সরকারের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ইউপিএর চেয়ারপার্সন সোনিয়া গান্ধি। তাঁর হুঁশিয়ারি, মোদি সরকারের দিন গোনা শুরু হয়ে গিয়েছে ৷
বর্তমানকে নিশানা করেন প্রাক্তন প্রধানমন্ত্রীও। মনমোহন সিং বলেন, শুধুই জুমলা ও নিজের ঢাক নিজে না পিটিয়ে দেশের আর্থিক উন্নয়নের জন্য স্পষ্ট নীতি ঘোষণা করুক মোদি সরকার।
