TRENDING:

Prakash Singh Badal: ৯৪ বছর বয়সে মনোনয়ন জমা দিয়ে রেকর্ড গড়লেন প্রকাশ সিং বাদল

Last Updated:

Prakash Singh Badal: শিরোমণি আকালি দলের প্রতিষ্ঠাতা প্রকাশ সিং বাদল লাম্বি থেকে মনোনয়নপত্র জমা দিলেন ৷ নির্বাচনে লড়াই করার জন্য দেশের সবচেয়ে বয়স্ক প্রার্থী তিনিই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পঞ্জাব:  শিরোমণি আকালি দলের (SAD) প্রতিষ্ঠাতা প্রকাশ সিং বাদল (Prakash Singh Badal)  লাম্বি থেকে মনোনয়নপত্র জমা দিলেন সোমবার ৷ নির্বাচনে লড়াই করার জন্য দেশের সবচেয়ে বয়স্ক প্রার্থী তিনিই। প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংও পাতিয়ালা শহর বিধানসভা কেন্দ্র থেকে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাঁচবারের মুখ্যমন্ত্রী বাদল ৯৪ বছর বয়সে মনোনয়ন দিয়ে নির্বাচনের ইতিহাসে রেকর্ড গড়লেন।
The 11-time MLA has been ruling Lambi since 1997. (File photo/News18)
The 11-time MLA has been ruling Lambi since 1997. (File photo/News18)
advertisement

কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দনের রেকর্ড ভেঙে দিয়েছেন বাদল (Prakash Singh Badal)৷ সিপিআই(এম) নেতা ৯২ বছর বয়সে বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন। সেটা  ২০১৬ সাল৷ এরপর ২১-এ রেকর্ড গড়লেন বাদল৷

অন্যদিকে মনোনয়নের দিন ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে ছিলেন বিজেপির পঞ্জাব নির্বাচনের ইনচার্জ গজেন্দ্র সিং শেখাওয়াত। অমরিন্দর ২০০২ সাল থেকে কংগ্রেসের টিকিটে পাতিয়ালা থেকে জয়ী হয়ে আসছেন। তবে তিনি তার মেয়াদ শেষ করতে পারেননি৷ সেপ্টেম্বরে পঞ্জাব কংগ্রেসের প্রধান নভজ্যোত সিং সিধুর সঙ্গে তিক্ততা  তাঁকে পদ থেকে সরিয়ে দেয়।

advertisement

আরও পড়ুন:  অতিমারির সময় স্কুলবন্ধ! 'ওয়ান ক্লাস, ওয়ান টিভি চ্যানেল'-এর মাধ্যমে পড়াশোনায় জোর নির্মলার

১৯৯৩ সালের দিল্লি বোমা বিস্ফোরণে মূল  অভিযুক্ত দেবিন্দর পাল সিং ভুল্লারের (Devinder Pal Singh Bhullar) মুক্তি প্রসঙ্গে  সম্প্রতি এসএডিকে (SAD) কাঠগড়ায় তুলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)৷ এই বিষয়ে নোংরা রাজনীতি করার অভিযোগ এনেছিলেন  প্রকাশ সিং বাদলের(Parkash Singh Badal) বিরুদ্ধে৷

advertisement

আরও পড়ুন:  চিকিৎসক হওয়ার প্রবল ইচ্ছে, এই মেধাবী ছাত্রী যা করলেন, তাক লেগে যাবে...

১৯৯৩ সালে দিল্লিতে বোমা বিস্ফোরণের ঘটনায় দোষী সাব্যস্ত খলিস্তানি জঙ্গি দেবিন্দর পাল সিংহ ভুল্লারের মুক্তির দাবি তুলেছিলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল (Parkash Singh Badal)। পঞ্জাবে ভোটের মুখে কেন এই ভুল্লারকে  জেল থেকে বের করার দাবি তুলেছিলেন শিরোমনি অকালি দলের নেতা, তা নিয়ে প্রশ্ন ছিল কেজরিওয়ালের (Arvind Kejriwal)৷ বাদলের অবশ্য বক্তব্য ছিল,  পঞ্জাবে শান্তি ও সাম্প্রদায়িক সুসম্পর্কের দিকে তাকিয়ে ভুল্লারকে মুক্তি দেওয়ার প্রয়োজন আছে। এ নিয়েও জলঘোলা হয়েছে বিস্তর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পঞ্জাবের রাজনৈতিক প্রতিযোগিতা উত্তপ্ত হয়ে উঠছে। আম আদমি পার্টি  মাটি কামড়ে পড়ে রয়েছে ইতিমধ্যে৷ রয়েছে শিরোমণি আকালি দলও৷  নির্বাচনে রাজ্যে জয়লাভ করার আশাও করছে তারা৷ সম্প্রতি ভগবত মানকে (Bhagwant Mann) পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে দল আপ৷

বাংলা খবর/ খবর/দেশ/
Prakash Singh Badal: ৯৪ বছর বয়সে মনোনয়ন জমা দিয়ে রেকর্ড গড়লেন প্রকাশ সিং বাদল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল