২০০৬ সাল থেকে বুধিনি আসন থেকে ক্রমাগত ৬০ শতাংশ ভোট পেয়ে এসেছিলেন শিবরাজ সিং চৌহান৷ ২০০৬ সাল থেকে তিনি একই আসনে এই ভোট পেয়ে এসেছেন৷ তাঁর ‘লাডলি বেহনা’ প্রকল্প বিপুল জনপ্রিয়তা পেয়েছিল ভোটের আগেই৷ গত মার্চ মাসের ৫ তারিখে লাডলি বেহনা প্রকল্প শুরু করেছিলেন তিনি৷ গ্রামীন মধ্যপ্রদেশে এই প্রকল্প যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল৷ এই প্রকল্পে মহিলাদের ১ হাজার টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি৷
advertisement
আরও পড়ুন – সিংহাসনের সেমিফাইনালে জয়জয়কার বিজেপির, ৩ রাজ্যে এগিয়ে বিজেপি, ১ রাজ্যে কংগ্রেস
তিনি এদিন ভোপাল গ্যাস ট্র্যাজেডির কথা মনে করে তিনি বলেন, ‘ডিসেম্বরের ২-৩ তারিখের রাতের কথাটা আমার এখনও মনে আছে৷ আমি সেই ঘটনায় প্রয়াত সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই৷ আমি সেই সঙ্গে নিশ্চয়তা দেওয়ার কথা জানাই, যাতে এমন ঘটনা আর কখনও না ঘটে৷
এর পরেও ভোটের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বলেছিলাম, মধ্যপ্রদেশের মানুষের মনে রয়েছেন নরেন্দ্র মোদি৷ আর নরেন্দ্র মোদির মনে আছেন মধ্যপ্রদেশের মানুষ৷ সাধারণ মানুষ আমাদের এই প্রকল্পের বিষয়টিকে আশীর্বাদ করেছে৷ আমি বিজেপির বুথ পর্যায়ের কর্মীদের কাজে ভীষণ ভাবেই গর্বিত৷ আমরা প্রতিটি বুধে বিজেপির পক্ষে ৫১ শতাংশ ভোটের লক্ষ্যমাত্রা পূরণ করেছি৷ আমি গর্বিত যে, বিজেপি কর্মীদের জন্য, সাধারণ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আশির্বাদ করেছেন৷’