TRENDING:

Assembly Elections Result 2023: কমল নাথের রাজনৈতিক কেরিয়ার শেষ? এ বারের ভোটের ফল দাড়ি টেনে দেবে দীর্ঘ রাজনীতির জীবনে

Last Updated:

Assembly Elections Result 2023:২৩০টির ট্রেন্ড এসে যাওয়ার পর দেখা গিয়েছে, সেখানে ১৫০টি আসনে এগিয়ে আছে বিজেপি, ন’টি আসনে জিতেও গিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভোপাল: রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটাই ছিল তাঁর শেষ সুযোগ৷ এ বারের বিধানসভা নির্বাচনে কংগ্রেস পর্যুদস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই হয়ত কংগ্রেসের এই ৭৭ বছরের বর্ষীয়াণ নেতার রাজনৈতিক কেরিয়ারেও দাড়ি পড়ে যেতে পারে, অন্তত পরিস্থিতি সেই দিকেই ইঙ্গিত করছেন৷ এ বারের ভোটের প্রচারেও কমলনাথ বলেছিলেন, তাঁকে এ বারে সে রাজ্যের মুখ্যমন্ত্রী করতে৷ কিন্তু সেই ডাকে সাড়া দিল না মধ্যপ্রদেশের জনগন৷ তাতেই হয়ত কংগ্রেসের অন্দরেও তাঁর গুরুত্ব কার্যত হারিয়ে গেল৷
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

আরও পড়ুন – সিংহাসনের সেমিফাইনালে জয়জয়কার বিজেপির, ৩ রাজ্যে এগিয়ে বিজেপি, ১ রাজ্যে কংগ্রেস

মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিপুল পরাজয়ের মুখে পড়েছে কংগ্রেস৷ ২৩০টির ট্রেন্ড এসে যাওয়ার পর দেখা গিয়েছে, সেখানে ১৫০টি আসনে এগিয়ে আছে বিজেপি, ন’টি আসনে জিতেও গিয়েছে৷ উল্টোদিকে মাত্র ৬৬টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস, তিনটিতে জয় পেয়েছে৷ অন্যরা এগিয়ে রয়েছে দু’টি আসনে৷ স্বাভাবিক কারণে বলা চলে, কংগ্রেসকে উড়িয়ে দিয়ে সে রাজ্যে সরকার গড়তে চলেছে গেরুয়া শিবির৷ এই বিপুল হারের দায় নিয়ে কী সরে যাবেন কমল নাথ? এখন প্রশ্ন সেদিকেই৷

advertisement

Assembly Elections Result 2023 ( বিধানসভা নির্বাচনের ফলাফল) LIVE Updates

গত বছরই কংগ্রেসের সভাপতি পদের নির্বাচন চলছিল৷ তখন আলোচনা উঠেছিল, কমল নাথ হয়ত সভাপতি পদের দৌড়ে থাকবেন৷ কিন্তু প্রকাশ্যে সে জল্পনা উড়িয়ে দিয়েছিলেন তিনি৷ তখন বলেছিলেন, তাঁর একমাত্র লক্ষ্যবস্তু মধ্যপ্রদেশের রাজনৈতিক পরিস্থিতি৷ তিনি বলেছিলেন, ক্ষমতায় এলে মহিলাদের মাসে দেড় হাজার টাকা ভাতা দেবেন তিনি, পাশাপাশি, তিনি ক্ষমতায় এলে গ্যাসের সিলিন্ডার তিনি পৌঁছে দেবেন ৫০০ টাকায়৷ কিন্তু সেই প্রতিশ্রুতিতেও বিশেষ কাজ হল না নির্বাচনে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

তাঁর শরীর ভাল নয়, এমন একটা গুজব রটেছিল, কিন্তু সে কথা উড়িয়ে দিয়েছিলেন তিনি৷ বরং মধ্যপ্রদেশের যুদ্ধে নতুন করে লড়তে চেয়েছিলেন৷ গতবারের নির্বাচনে জয় পেয়েও সরকার হাতছাড়া হয়েছিল কংগ্রেসের৷ তাঁর দলের অন্যতম সদস্য জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে৷ তার পর ভোটের মুখে ‘লেডি বেহেনাস’ প্রকল্প শুরু করেছিলেন শিবরাজ সিং চৌহান৷ কমলনাথ বলেছিলেন, ভোটের ১৮ মাস আগে শুরু হওয়া এই প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছবে না৷ কিন্তু শেষ পর্যন্ত সেই ধারণা সঠিক হল না, বরং চৌহানেই আস্থা রাখলেন মধ্যপ্রদেশের মানুষেরা৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Assembly Elections Result 2023: কমল নাথের রাজনৈতিক কেরিয়ার শেষ? এ বারের ভোটের ফল দাড়ি টেনে দেবে দীর্ঘ রাজনীতির জীবনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল