চার রাজ্যে আজ, রবিবার বিধানসভা ভোট গণনা হলেও মিজোরামে হয় নি। উত্তর-পূর্বের রাজ্যে তা হচ্ছে ৪ ডিসেম্বর, সোমবার। শুক্রবার বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। বিভিন্ন সংস্থার এক্সিট পোলের সমীক্ষায় দেখা গিয়েছিল যে চার রাজ্যেই পালাবাদল হতে পারে ৷ কিন্তু ভোটের রেজাল্টের দিন বেশ কিছু হিসেব-নিকেশ বদলেই গেল ৷ কারণ মধ্যপ্রদেশ, রাজস্থানের পর ছত্তিশগড়েও দেখা গেল গেরুয়া ঝড়, কংগ্রেস কেবল তেলঙ্গানায় ৷