TRENDING:

Assembly Election 2023: ধরেই রাখতে হবে ত্রিপুরা, মেঘালয়! পদ্ম শিবিরের ভরসা ক্রাইসিস ম্যানেজার হিমন্ত

Last Updated:

Assembly Election 2023: উত্তরপূর্বের ত্রিপুরা ও মেঘালয়ে ভোট বৈতরণী পার হতে পদ্ম শিবির ভরসা রাখছে হিমন্ত বিশ্বশর্মাকেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুয়াহাটি: গত কয়েক বছরে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যাপক প্রভাব বিস্তার করেছে পদ্মশিবির। অনেকেই মনে করছেন এতে অনেকটাই অবদান রয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। এবার উত্তরপূর্বের ত্রিপুরা ও মেঘালয়ে ভোট বৈতরণী পার হতে পদ্ম শিবির ভরসা রাখছে হিমন্ত বিশ্বশর্মাকেই।
হিমন্ত বিশ্বশর্মা। ফাইল ছবি
হিমন্ত বিশ্বশর্মা। ফাইল ছবি
advertisement

আগে কংগ্রেসেই ছিলেন হিমন্ত। তরুণ গগৈয়ের সঙ্গে বিরোধিতার জেরে ২০১৪ সালে কংগ্রেস ছাড়েন হিমন্ত। ২০১৫ সালে যোগ দেন গেরুয়া শিবিরে। তাঁর প্রচার এবং রণকৌশল দেখে North-East Democratic Alliance(NEDA)-র আহ্বায়ক হিসাবে তাঁকে নিযুক্ত করে বিজেপি। গত বছর তাঁকে অসমের মুখ্যমন্ত্রী করা হয়।

সেখানের বিজেপি নেতাদের দাবি, নিজের কাজ দিয়েই দলের সম্পদ এবং ভরসা হয়ে উঠেছেন হিমন্ত বিশ্বশর্মা। তাঁর উপরে এখন রাজ্যের লোকজনই শুধুমাত্র নন, ভরসা রাখছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ অন্যরাও। প্রসঙ্গত, লোকসভার প্রাক্তন স্পিকার পিএ সাংমার দল এনপিপি বিজেপির নেতৃত্বাধীন উত্তর-পূর্ব ভারতের দলগুলির জোট ‘নেডা’র সদস্য। এই নেডার তত্ত্বাবধান করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

advertisement

বিরোধীদের অভিযোগ, কার্যত তাঁর অঙ্গুলিহেলনেই চলে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের সরকার। অসম বিধানসভা ভোটের সময় সিএএ-এনআরসি বিরোধী হাওয়া এবং কংগ্রেসের সঙ্গে বদরুদ্দিন আজমলের হাত মেলানো সত্ত্বেও অসমে নিজেদের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে বিজেপি। কিন্তু এই জয়ের পরই গেরুয়া শিবিরে শুরু হয়েছিল স্নায়ুর লড়াই৷ বিজেপির অন্দরে প্রশ্ন ওঠে, সর্বানন্দ সোনওয়ালকে মুখ্যমন্ত্রী রেখে দেওয়া হবে, নাকি নতুন মুখ্যমন্ত্রী করা হবে 'ক্রাইসিস ম্যানেজার' হিমন্ত বিশ্বশর্মাকে।

advertisement

সেই নিয়ে অসম বিজেপির মধ্যে জটিলতা তৈরি হয়েছিল। একদিকে যেখানে হিমন্তকে বিজেপি উত্তর-পূর্ব ভারতের 'চাণক্য' বলা হয়। উত্তর-পূর্বের যে কোনও রাজ্যে গেরুয়া শিবিরের রাজনৈতিক সংকট তিনিই সামাল দেন। তাই তাঁকেই অসমের মুখ্যমন্ত্রী করার দাবি জোরালো হয়েছিল। তাঁর পক্ষে দলীয় বিধায়কদের সমর্থনও ছিল প্রবল।

আরও পড়ুন, নতুন বছরেও খুলল না কপাল, ফের জেল হেফাজতেই অনুব্রত মণ্ডল

advertisement

আরও পড়ুন, ভয়াবহ ঘটনা এনজেপি স্টেশনে! মৃত এক সেনা, আহত আরও ৪ জওয়ান! কী ঘটল এমন?

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

হিমন্ত বিশ্বশর্মা যদিও দলের শীর্ষ নেতাদের কাছে জানিয়ে ছিলেন, ''আমার উপর আপনি বিশ্বাস রাখুন। আপনাকে আশ্বাস দিচ্ছি যে অসম এবং উত্তর-পূর্বকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার কোনও প্রকার চেষ্টা ছাড়ব না।"

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Assembly Election 2023: ধরেই রাখতে হবে ত্রিপুরা, মেঘালয়! পদ্ম শিবিরের ভরসা ক্রাইসিস ম্যানেজার হিমন্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল