TRENDING:

বাংলাদেশ থেকে আরও একবার হিন্দুরা আসবে, CAA-র পর ভয় পাচ্ছেন অসমের মুসলিমরা

Last Updated:

বিশেষ জনগণনার দাবি করছেন তারা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি : নাগরিকত্ব বিল নিয়ে সারা দেশ জুড়ে আন্দোলনে সামিল হয়েছেন মুসলিমরা ৷ এরইসঙ্গে রয়েছে নাগরিকপঞ্জীকরণ ৷ অসমের পুরনো মুসলিম বাসিন্দারা এবার প্রমাদ গুনছেন ৷ তারা CAA বা NPR  নিয়ে আন্দোলন না করে অন্য একটি বিষয় নিয়ে ত্রস্ত ৷ নিজেদের হৃত গৌরব পুনরুদ্ধারের জন্য বিশেষ জনগণনার দাবি করছেন ৷
advertisement

নেতা ও বোদ্ধাদের মতে একটা বড় সংখ্যায় মুসলিম জনগণ গত শতক থেকে শুরু করে এখনও অবধি বাংলাদেশ থেকে ভারতে এসেছেন ৷ বাংলাদেশ তাদের নিজেদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করেননি তাদের সামাজিক সম্মান ও অধিকারও দেয়নি ৷ প্রাথমিক বাসিন্দা হিসেবে নিজেদের সম্মান ফিরে পেতে তাই আন্দোলনের রাস্তায় গেছেন তারা ৷ এভাবে অন্যদেশ থাকা আসা মুসলিমদের থেকে নিজেদের আলাদা পরিচয় চাইছেন তাঁরা ৷ এর জন্যে নিজেদের আলাদা জনগণনা চাইছেন ৷

advertisement

আরও পড়ুন - জন্মদিনে উপহার! একটার পর একটা খুলেই যাচ্ছেন, তারপর যা হল দেখুন ভাইরাল ভিডিও ...

গোরিয়া মোরিয়া দেশি জাতীয় পরিষদের পক্ষ থেকে হাফিজুল আহমেদ জানিয়েছেন, এটা নয় যে আমরা CAA  সমর্থণ করছি . ভারতের মূল ভূখন্ডে বসবাসকারী মুসলিমদের থেকে আমাদের কারণটা একেবারে আলাদা ৷ ’ তিনি আরও বলেছেন , সিএএ অসমে থাকা হিন্দুদের রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার খর্ব করছে ৷ এরপরেও বাংলাদেশ থেকে হিন্দুরা এখানে আসতে চাইবেন ৷ কারণ তাঁদের নিজেদের দেশে হিন্দুরা সংখ্যালঘু ৷

advertisement

‘অসমের হিন্দুদের জন্য সিএএ বেশ ভয়ের ৷ এই সংকটের মুহূর্তে ওদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পাশে থাকব ৷ তবে আমাদের এই লড়াইয়ের মধ্যে দিয়ে যে প্রাচীন মুসলিমরা এখানের প্রথম থেকেই বাসিন্দা তাঁদের জন্যেও আমরা চিন্তিত ৷ কারণ প্রচুর পরিমাণ মুসলিম গত শতক থেকে নিয়মিত এখানে এসেই চলেছেন ৷ ’

advertisement

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

 

বাংলা খবর/ খবর/দেশ/
বাংলাদেশ থেকে আরও একবার হিন্দুরা আসবে, CAA-র পর ভয় পাচ্ছেন অসমের মুসলিমরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল