TRENDING:

তুমুল বৃষ্টি, বিদ্যুতের ঝলকানি-ঝোড়ো হাওয়া ! তবু দায়িত্ব পালনে অবিচল ট্রাফিক সার্জেন্ট

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: অঝোরে পড়ছে বৃষ্টি ৷ সেই সঙ্গে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে ৷ কিন্তু এই সমস্ত কিছুর মধ্যেই নিজের কাজে অবিচল এক ট্রাফিক কনস্টেবল ৷ কাজের প্রতি দায়বদ্ধতার এক নয়া নজির গড়লেন তিনি ৷
advertisement

সম্প্রতি গোটা ঘটনাটির একটা ভিডিও পোস্ট করা হয় ট্যুইটারে ৷ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ভিডিওটি ৷

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন ট্রাফিক পুলিশ রাস্তার মাঝখানে বৃষ্টির মধ্যে ঠাঁয় দাঁড়িয়ে রয়েছেন ৷ মাথার উপর নেই কোনও ছাউনি ৷ বইছে ঝোড়ো হাওয়া ৷ ঘন ঘন বিদ্যুৎতের ঝলকানি ৷ গায়ে নেই রেনকোটও ৷ কিন্তু তা স্বত্ত্বেও কাজ নিয়ে কোনও সমঝোতা করেননি ওই ট্রাফিক পুলিশ ৷ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে নিজের কাজ করে চলেছেন তিনি ৷

advertisement

ওই ট্রাফিক পুলিশটির নাম মিঠুন দাস ৷ অসমে বাসিস্থা ট্রাফিক সিগনালের দায়িত্ব সামলানোর ভার রয়েছে মিঠুনবাবুর উপরে ৷ দায়িত্ববান ট্রাফিক সার্জেন্ট হিসেবে তাঁর যথেষ্ট নাম রয়েছে ৷ তার প্রমাণ আবারও মিলল এই ঘটনার জেরে ৷

একটি জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিঠুনবাবু জানিয়েছেন, ‘আমার ডিউটি শুরু হয় সকাল ৭টা থেকে ৷ শেষ হয় দুপুর ১২টায় ৷ সেদিন দুপুর ১২টা নাগাদ আচমকাই জোরে বৃষ্টি নামে ৷ কিন্তু ১২টা থেকে ওখানে যার ডিউটি শুরু হওয়ার কথা ছিল ৷ সে ঝড়ের জন্য মাঝ রাস্তায় আটকে যান ৷ জোরাল বৃষ্টির মধ্যেই আরও ২০ মিনিট ধরে আমাকে ট্রাফিক সামলাতে হয় ৷’ একইসঙ্গে তিনি জানান, ‘ভয় লাগছিল ৷ কিন্তু কাজটা তো আমাকে করতেই হবে ৷তো আমাদের করতেই হবে ৷’

advertisement

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
তুমুল বৃষ্টি, বিদ্যুতের ঝলকানি-ঝোড়ো হাওয়া ! তবু দায়িত্ব পালনে অবিচল ট্রাফিক সার্জেন্ট