৫ বাঙালিকে হত্যার ঘটনায় উত্তপ্ত অসম। এরই মাঝে, শনিবার, কাছারে, জঙ্গি সন্দেহে ২ যুবককে গণপিটুনি স্থানীয়দের। ২ যুবকের কাছে থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র।
শনিবার অসম জুড়ে ছিল বনধ। যার সবচেয়ে বেশি প্রভাব পড়ে বাঙালী অধ্যুষিত বরাক উপত্যকায়। এই বরাক উপতক্যার মধ্যে যে তিনটি জেলা, তার অন্যতম কাছার। কাছার জেলার হরিগনগরে এ দিন সকালে ২ যুবককে বাস্স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পাকড়াও করতে গেলে ২জনে পালানোর চেষ্টা করে। তাঁদের ব্যাগটি পড়ে যায়। ব্যাগ খুলে এলাকাবাসীর চক্ষু চড়কগাছ। উদ্ধার হয় গ্রেনেড, কার্তুজ এবং বেশ কয়েকটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র।
advertisement
জঙ্গি সন্দেহে ২ যুবককে বেধড়ক মারধর করেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ২ যুবককে উদ্ধার করে তারা হাসপাতালে ভর্তি করে। পুলিশের অনুমান, দুজনে, জঙ্গি সংগঠন NSCNK-র সদস্য হতে পারে।