ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ডিআরএম দেবেন্দ্র সিং। উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হয়েছে আপ লাইন দিয়ে একটি মালবাহী ট্রেন যাচ্ছিল। সেই সময় হঠাৎ করেই প্রবল ঝাঁকুনি খায় ট্রেনটি। চালককে মুহূর্তে আপদকালীন ব্রেক কষে ট্রেনটিকে থামাতে হয়। পরে ট্রেন থেকে চালক-সহ অন্যান্যরা নেমে ট্র্যাক পরীক্ষা করার সময় দেখতে পান চূড়ান্ত ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে রেলের ট্র্যাক। সঙ্গে সঙ্গে ঘটনার খবর দেওয়া হয় রেলের শীর্ষ আধিকারিকদের। খবর পেয়েই ছুটে আসে অসম পুলিশ, রেলওয়ে সুরক্ষা বাহিনী অর্থাৎ আরপিএফ, জিআরপি। এমনকী বিভিন্ন গোয়েন্দা সংস্থার তদন্তকারীরাও আসেন। পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
বিস্ফোরণের পর বৃহস্পতিবার ভোরে ৫.২৫ মিনিটে ফের স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হয়। ঘটনার কারণে প্রায় আটটি ট্রেন আটকে রাখা হয়েছিল। এই অংশে টহল জোরদার করা হয়েছে বলে এনএফআর এক বিবৃতিতে জানিয়েছে।