হিমন্ত বিশ্ব শর্মা যে ভিডিওটি শেয়ার করেছেন-
সোমবার দুপুর থেকেই অসমের চাচর জেলা ও মিজোরামের কোলাসিব জেলার সীমানা নিয়ে বিরোধ চরমে ওঠে। অভিযোগ লায়লাপুর সীমানায় মোতায়েন অসমের পুলিশকর্মীদের দিকে হঠাৎই স্থানীয় জনতা ইট পাথর ছুঁড়তে থাকে। ঘটনায় ৬০ জন পুলিশ কর্মী গুরুতর আহত হয়। তারমধ্যে পুলিশ সুপার পদস্থ অফিসাররাও ছিলেন।
advertisement
ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি বলেছেন, "আমি কামনা করি আহতরা দ্রুত সেরে উঠুন। যারা আত্মীয়-পরিজনদের হারিয়েছেন তাদের জন্য অনেক সমবেদনা।" এই পরিস্থিতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতাকেই দায়ী করছেন তিনি। রাহুলের কথায়, "ইচ্ছাকৃতভাবে যে ঘৃণা ও অবিশ্বাসের বীজ বপন করা হয়েছে, তারই মাশুল গুনছে দেশবাসী।"
রাহুল গান্ধীর ট্যুইট দেখুন
উল্লেখ্য, ঠিক দু'দিন আগেই অমিত শাহ উত্তর-পূর্বের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন এবং সীমান্ত সমস্যা দ্রুত সমাধান করার প্রসঙ্গে কথাও বলেন। তারপরেই আবার এই সংঘাত, স্বাভাবিক ভাবেই উত্তরপূর্বের বিজেপি শাসিত রাজ্যগুলির এই টেনশান হার্টবিট বাড়াচ্ছে বিজেপির।
সূত্রের খবর ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার সঙ্গে কথা বলেছেন। দ্রুত সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।