ফেসবুকে একটি বিতর্কীত পোস্ট করেন ডিএসপি অঞ্জন বোরা ৷ পোস্টে তিনি লেখেন, ‘নিজের চেম্বারের মধ্যেই দেহব্যবসা চালাচ্ছেন অসমের মহিলা বিধায়ক ৷ ’ এই পোস্টের পর থেকেই ওঠে বিতর্ক ৷ পুলিশ অফিসার অঞ্জন জানিয়েছেন, ‘এক প্রাক্তন আরএসএস নেতা তাঁকে যা বলেছিলেন, তার উপর ভিত্তি করেই তিনি ওই পোস্ট করেছিলেন।’ তবে এ ব্যাপারে পুলিশ অফিসার অঞ্জন কোনও নাম বা পদবি ব্যবহার করেননি ৷
advertisement
অসমে এই মুহূর্তে বিজেপিতে দু’জন মহিলা বিধায়ক রয়েছেন ৷ একজন সাংসদ বিজয়া চক্রবর্তীর মেয়ে সুমন হরিপ্রিয়া, অন্য জন অভিনেত্রী আঙুরলতা। মহিলা বিধায়কের দিকে আঙুল তুলে নিজের পোস্টে তিনি লিখেছেন, ‘প্রতি তিনঘণ্টার জন্য নিচ্ছেন এক লক্ষ টাকা। রমরমিয়ে চলছে ওই ব্যবসা। ওই বিধায়িকার পদবী কিন্তু চক্রবর্তী নয়।’ এই পোস্টের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে অসমের এই ডিসএপিকে ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 30, 2017 3:48 PM IST