TRENDING:

আসারামের ভাগ্যে কী? জানা যাবে আজই, কড়া নিরাপত্তা ৪ রাজ্যে

Last Updated:

কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হল তিন রাজ্য ৷ ধর্ষণ মামলায় অভিযুক্ত আসারাম বাপু মামলার রায় ঘোষণার পর যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হল তিন রাজ্য ৷ ধর্ষণ মামলায় অভিযুক্ত আসারাম বাপু মামলার রায় ঘোষণার পর যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ ১৬ বছররে নাবালিকা ধর্ষণ মামলায় আজই রায় দেবে রাজস্থান হাইকোর্ট ৷
advertisement

গুরমিত রাম রহিমের ঘটনার স্মৃতি এখনও টাটকা ৷ জোড়া ধর্ষণ মামলায় অভিযুক্ত স্ব-ঘোষিত এই ধর্ম গুরুর সাজা ঘোষণার পরেই উদ্দেশ্য প্রোণোদিতভাবে তাণ্ডব চলেছিল একাধিক রাজ্যে ৷ এই ঘটনায় প্রাণ যায় ৩৬ জনের ৷ নষ্ট হয় প্রায় ২০০ কোটি টাকার সম্পত্তি ৷ এতাই এ বার আরও এক স্ব-ঘোষিত ধর্মগুরু আসারামের বেলায় এই ঝুঁকি নিতে চায় না প্রশাসন ৷

advertisement

কার্যত লোহার দুর্গে পরিণত হয়েছে উত্তর ভারতের চার রাজ্য ৷ নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে যোধপুর ৷ এখানেই আজ রায় দেবে আদালত ৷ এ ছাড়াও নিরাপত্তা জোরদার করা হয়েছে উত্তরপ্রদেশ, গুজরাত ও হরিয়ানায় ৷ এ সব রাজ্যে আসারামের ভক্ত সংখ্যা বিপুল ৷

আরও পড়ুন: নির্বাচনী প্রক্রিয়ায় কোনওরকম হস্তক্ষেপ নয়: হাইকোর্ট

advertisement

অভিযোগ, ২০১৩ সালে মানাই গ্রামে নিজের আশ্রমে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে আসারাম ৷ এরপর আসারাম ও তাঁর ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলে দুই বোন ৷ ধর্ষণের মামলা শুরু হয় আসারাম বাপুর বিরুদ্ধে ৷ গ্রেফতার হন তিনি ৷ জেলে থাকাকালীন ১২ বার জামিনের আবেদন করেছেন ৷ কিন্তু প্রত্যেকবারেই আদালতে খারিজ হয়ে যায় তা ৷ গুরমিতের মতো হাইকোর্টের নির্দেশে আসারামে বিচারসভাও বসবে যোধপুর জেলের মধ্যে ৷

advertisement

আরও পড়ুন:রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি কংগ্রেসের

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

৭৭ বছরের আসারাম দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বনিম্ন ১০ বছরের এবং সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হতে পারে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
আসারামের ভাগ্যে কী? জানা যাবে আজই, কড়া নিরাপত্তা ৪ রাজ্যে