TRENDING:

নাবালিকা ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড আসারামের

Last Updated:

অবশেষে পাঁচ বছর পর মামলার নিষ্পত্তি ঘটল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#যোধপুর: অবশেষে পাঁচ বছর পর মামলার নিষ্পত্তি ঘটল ৷ ২০১৩ সালের নাবালিকা ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হল আসারামের ৷ আসারাম ছাড়াও এই একই ঘটনায় অভিযুক্ত বাকি  দু’জনকে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করল যোধপুর আদালত ৷ রাজস্থান হাইকোর্টের নির্দেশে আজ যোধপুর সংশোধনাগারের মধ্যেই বসেছিল আদালত ৷ বিচারক মধুসূদন শর্মা আজ এই রায় ঘোষণা করেন ৷
advertisement

আরও পড়ুন: রমজান মাসের আগেই পঞ্চায়েত ভোটের অনুরোধে কমিশনকে চিঠি সংখ্যালঘু সংগঠনের

সাজা শুনেই আদালত চত্বরে কেঁদে ফেলে স্বঘোষিত ধর্মগুরু আসারাম ৷ তার মুখপাত্র জানিয়েছেন, যোধপুর আদালতের এই রায়কে চ্য়ালেঞ্জ জানিয়ে হাইকোর্টে ফের মামলা করা হবে ৷

গুরমিত রাম রহিমের ঘটনাকে স্মৃতিতে রেখে রায়দান পর্বের পর যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল যোধপুর জেল চত্বর ৷ নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজস্থান, গুজরাত, হরিয়ানা ও উত্তরপ্রদেশে ৷ যার জেরে কোনও হিংসাত্মক ঘটনার কোনও খবর প্রকাশ্যে আসেনি ৷

advertisement

জোড়া ধর্ষণ মামলায় অভিযুক্ত স্ব-ঘোষিত ধর্ম গুরু গুরমিত রাম রহিমের সাজা ঘোষণার পরেই উদ্দেশ্য প্রোণোদিতভাবে তাণ্ডব চলেছিল একাধিক রাজ্যে ৷ ঘটনায় প্রাণ গিয়েছিল ৩৬ জনের ৷ নষ্ট হয় প্রায় ২০০ কোটি টাকার সম্পত্তি ৷ তাই এ বার আসারামের বেলায় কোনও ঝুঁকি নিতে চায়নি প্রশাসন৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

অভিযোগ, ২০১৩ সালে মানাই গ্রামে নিজের আশ্রমে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে আসারাম ৷ এরপর আসারাম ও তাঁর ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলে দুই বোন ৷ ধর্ষণের মামলা শুরু হয় আসারাম বাপুর বিরুদ্ধে ৷ গ্রেফতার হন তিনি ৷ জেলে থাকাকালীন ১২ বার জামিনের আবেদন করেছেন ৷ কিন্তু প্রত্যেকবারেই আদালতে খারিজ হয়ে যায় তা ৷ গুরমিতের মতো হাইকোর্টের নির্দেশে আসারামে বিচারসভাও বসেছিল যোধপুর জেলের মধ্যে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
নাবালিকা ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড আসারামের