টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ি , এই রথ শ্রীকাকুলাম জেলার সূন্নাপল্লীর তটে পাওয়া যায়৷ মঙ্গলবার সন্ধ্যায় সমুদ্রে বয়ে এটা এসে যায়৷ লোক যখন সমুদ্রে এতবড় সোনালি রঙের জিনিসটা বইতে দেখেন তখন সেটাকে উত্তাল সমুদ্রে নেমেই টানতে টানতে নিয়ে আসেন৷ কিছুক্ষণের মধ্যেই এই খবর আগুনের গতিতে ছড়িয়ে পড়ে৷ বড় সংখ্যায় লোক ওই জায়গায় পৌঁছে যান৷ সংবাদ সংস্থা এএনআই অনুযায়ি এই ভিডিও দিয়েছে৷ সেখানে দেখা গেছে রথটি দেখতে খুবই সুন্দর৷ মাথার ওপরদিকটা মনেস্ট্রি ধাঁচের৷ তাতে সোনালি রঙের আবরণ দেওয়া আছে৷ এটা এমনভাবেই তৈরি যাতে জলে পড়লে ভাসতে পারে৷
advertisement
আরও পড়ুন - দু'বছর চুটিয়ে প্রেমের পর বিয়ে, শ্বশুরবাড়ি গিয়ে জানলেন বাড়িতে বাথরুন নেই, তারপর...
দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)
টাইমস অফ ইন্ডিয়া -র মত অনুযায়ি এই রথ মায়নামার, মালয়শিয়া, থাইল্যান্ডের মতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে সম্পর্কিত৷ সাইক্লোনের কারণে প্রথমে দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে রয়েছে৷ এমত অবস্থায় মনে হচ্ছে মায়নামার, থাইল্যান্ড, মালয়শিয়া, ইন্দোনেশিয়ার মতো আন্দামান সাগরের কাছের দেশ থেকে এসেছে৷
সাইক্লোন অশনির প্রভাব ভয়ঙ্কর হয়েছে সমুদ্রের মধ্যে৷ তবে কেউ কেউ আবার বলছেন অন্য কোনও দূরের দেশ থেকে এই রথ ভেসে আসেনি৷