ইসলামাবাদ জানিয়েছে, গত মাসে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছনোর পর ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করায় তাঁর নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য তারা সুপারিশ করবে৷ শাহবাজ শরিফ সরকার জানায়, প্রকৃত শান্তিরক্ষকের মতোই ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করেছিলেন৷
যদিও রবিবার আমেরিকা ইরানের তিন তিনট পরমাণু কেন্দ্র ধ্বংস করার জন্য হামলা চালাতেই পাকিস্তানের বয়ান ঘুরে যায়৷ তারা জানায়, মধ্যপ্রাচ্যে যেভাবে উত্তেজনা বাড়ছে তা অত্যন্ত উদ্বেগজনক৷ এমন কি, পাকিস্তান জানায় ইরানে যেভাবে হামলা চালানো হয়েছে তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী৷ এমন কি, ইরানের আত্মরক্ষা করার পূর্ণ অধিকার রয়েছে বলেও জানিয়ে দেয় ইসলামাবাদ৷
advertisement
এই অবস্থান বদলের পরই পাকিস্তানকে একহাত নিয়েছেন এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি৷ সংবাদসংস্থা এএনআই-কে তিনি বলেন, ‘আমাদের পাকিস্তানকে প্রশ্ন করা উচিত যে ইরানে হামলা চালানোর জন্যও তারা ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করবে কি না!ইরানে হামলার পরওদের সেনাপ্রধান মুনির কি আবারও ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজ সারলেন?’
ওয়াইসি আরও অভিযোগ করেছেন, ইরানের হাতে পরমাণু অস্ত্র রয়েছে বলে একটি ধারণা তৈরি করে দেওয়া হয়েছে৷ ওয়াইসির কথায়, এর আগে ইরাক, লিবিয়া নিয়েও একই ধরনের প্রচার চালানো হয়েছিল৷ কিন্তু শেষ পর্যন্ত সেই দেশগুলিতেও কিছুই পাওয়া যায়নি৷