TRENDING:

হস্টেল সংস্কার করে খুলে দিতে হবে, আন্দোলনে অনড় প্রেসিডেন্সির পুড়ুয়ারা

Last Updated:

হিন্দু হস্টেল নিয়ে উত্তাল প্রেসিডেন্সির পড়ুয়ারা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কাজ শুরু হয়েছে, কিন্তু শেষ হচ্ছে না। কয়েক বছর ধরে কাজ চলার পরও হস্টেলের ৩,৪ ও ৫ নম্বর ব্লকের সংস্কার শেষ হয়নি। হস্টেল ফিরে পেতে ৪৫ দিন ধরে আন্দোলন করছেন পড়ুয়ারা।
advertisement

এখানকার প্রতিটা ইঁটে ইতিহাস আর ঐতিহ্য। প্রেসিডেন্সির হিন্দু ছাত্রদের জন্য ১৮৮৬ সালে তৈরি হয় ইডেন হিন্দু হস্টেল। হস্টেল নিয়ে আস্ত গবেষণাপত্রও লেখা হয়েছে।সংস্কারের কাজে হোস্টেলের খোলনোলচে হয়তো বদলেছে, কিন্তু হিন্দু হোস্টেলের ঐতিহ্যে আঁচ আসেনি।

গত কয়েক বছর ধরে সংস্কার চলছে। বন্ধ হিন্দু হস্টেলের তিনটি ব্লক। হস্টেল সংস্কার করে খুলে দেওয়ার দাবিতে গত ৪৫দিন ধরে আন্দোলন করছেন পড়ুয়ারা। এরই মধ্যে বৃহস্পতিবার কলেজ স্ট্রিটে বসে পড়েন আন্দোলনকারীরা।

advertisement

এই মুহূর্তে কী অবস্থা হিন্দু হস্টেলের?হস্টেলের ১ ও ২ নম্বর ব্লকে সংস্কার শেষ , এই দুটি ব্লকে থাকছেন আবাসিকরা ৷ সমস্যা ৩,৪ ও ৫ নম্বর ব্লক নিয়ে কারণ এই তিনটি ব্লকের সংস্কার থমকে রয়েছে ৷  তাই মাত্র দুটি ব্লকেই অমানুষিক পরিস্থিতিতে থাকতে হচ্ছে বলে অভিযোগ পড়ুয়াদের।

হোস্টেল সংস্কারের দাবিতে বারবার আন্দোলন করেছেন পড়ুয়ারা। গত বছর আন্দোলনের পরই ১ ও ২ নম্বর ব্লকটি সংস্কার করে খুলে দেওয়া হয়। কিন্তু এত ছোট জায়গায় ১৩০ জন পড়ুয়ারা ঠাঁই হবে কীভাবে?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

হস্টেল সংস্কার নিয়ে আন্দোলনে প্রভাব পড়ে প্রসিডেন্সির সমাবর্তনেও। প্রেসিডেন্ট কর্তৃপক্ষ জানাচ্ছে, সরকার টাকা মঞ্জর করলেই কাজ শুরু হবে। কিন্তু কবে টাকা আসবে, কবেই বা হোস্টেল খুলে দেওয়া হবে, তা জানা নেই কারোরই।

বাংলা খবর/ খবর/দেশ/
হস্টেল সংস্কার করে খুলে দিতে হবে, আন্দোলনে অনড় প্রেসিডেন্সির পুড়ুয়ারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল